ইচ্ছে হয় মাঝে মাঝে সব কিছু হতে করি পদত্যাগ
অথচ সংসার জীবনে কোন পদই পেলাম না আজ অবধি,
যে পদ অনায়াসে করা যায় ত্যাগ,
আমি আছি অথচ নেই কোথাও!
এক দলা দীর্ঘশ্বাস বুকের কুঠিরে দিন রাত ঘুরে বেড়ায়,
কেউ তো ছুঁয়ে দিল না মন, ছুঁইলো না দীর্ঘশ্বাস,
ব্যর্থতার সুতায় গাঁথা আমি, হতে পারিনি কিছুতেই সফল;
কত আর অপেক্ষায় কাটাব দিন
কিছুই হলো না আর ঠিক।
কত কথার ঝড় মাথার উপর এলো গেলো,
সয়ে নিয়েছি, ভেবেছি ভুল স্বীকার করে নেবে কেউ,
"বলে দেবে সরি, এমনটি হবে না আর,
চলো দ্বিধাদ্বন্দ্ব, অভিমান করে নিই ঠিক।"
ভুল করেও কেউ কেউ হয় না নত,
অন্যায় করেও গলার সুর আকাশসম
আমাকেই প্রতিনয়ত ধুলোয় মিশে যেতে হয়,
চুপ থেকে যেতে হয়, নতি স্বীকার করে নিতে হয়।
মনে মনে বলি,
আমি তো ক্লান্ত, পরিশ্রান্ত, নিঃস্ব,
ঠোঁটের বুলি গিয়েছে ফুরিয়ে,
চোখে নেই অনুরাগের হুতাশন আর!
আমার প্রয়োজন হয়তো ছিলো না কারো জীবনে
অনাকাঙ্ক্ষিত আমি ভুল করে ধরেছিলাম কারো হাত,
যে হাতটি ছিল অলীক ক্যাকটাস, টের পাইনি,
যখন অনুভবে খুঁজে পেলাম কাঁটার আঘাত
সরে যেতে চেয়েছি, ততক্ষণে বড্ড দেরি হয়ে গেল!
সব কিছু হতে আমি নেব এবার পদত্যাগ,
আছি....কিন্তু নেই এমন অনুভূতি জন্ম নিক স্বজনের মনে
থাকবো না আর কথায়, গল্পে আড্ডায় অথবা তর্কে,
নিজের মাঝে হারিয়েই খুঁজে নেব সুখের পথ!
লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা
ব্যাখ্যায় লেখকের বক্তব্য
সংসার হতে পদত্যাগ নিতে ইচ্ছে হয়
০১ মার্চ - ২০১১
গল্প/কবিতা:
১৬৫ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
-
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
-
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
-
তৃতীয় পুরস্কার সনদপত্র।
বিজ্ঞপ্তি
“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।
প্রতিযোগিতার নিয়মাবলী