চলো অবুঝ হই, ফিরে যাই অতীতে

ছোটবেলা (জানুয়ারী ২০২৫)

এই মেঘ এই রোদ্দুর
  • 0
  • ২৫
চলো ছেলেবেলায় ফিরে যাই,
চলো অবুঝ হয়ে যাই, বয়সটাকে করি বোতলবন্দি,
একটুখানি লুকাই শৈশব অথবা কৈশোরে,
খেলি গোল্লাছুট, দৌড়ঝাঁপ দিন আহা,
বয়স হোক না আশি চলো কুড়িতে যাই ফিরে।

চলো সব হতাশা ভুলে একটু বাঁচি;
অসুখী সময়ের হাতছানিতে আজ না হয় সাড়া না দেই;
আরে বাবা, বয়স হোক না মধ্য,
চলো কানামাছি ভোঁ ভোঁ দিনে ফিরে যাই,
একটু না হয় বাঁচি, উচ্ছ্বাসে উল্লাসে।

চলো মেঘ বালিকা হই, তুমি মেঘবালক, দৌড়ি ধুলো উড়া পথে পথে
ছোট ছোট সুখ কুঁড়াই মেয়েবেলার ফুল তোলা ফ্রকে;
সময়টাকে ঠিক দেই থামিয়ে, চলো থামাই,
বেঁধে রাখি সময়, পিছনে যাই একদম পিছনে
যেখানে হাডুডু, বউচি, যেখানে দাঁড়িয়াবান্ধা সুখ দিন
ডাকে হাত বাড়িয়ে।

চলো ঘুড়ি উড়াই খোলা মাঠে, দৌড়াই আর দৌড়াই,
বুনোফুল কেটে কুচি কুটি করে করি রান্না,
চলো ফিরে রান্নাবাটি খেলাঘরে, ইটের মসলা পিষি,
বালির ভাতে হাত ডুবিয়ে মিছে মিছি তুলি তৃপ্তির ঢেকুর,
সম্মুখে তাকিয়ে চলো ফিরে যাই পিছনে।

চলো ভিজি, অঝোর ধারার বৃষ্টিতে, একটু অবুঝ হই
নিজেকে বানাই ছোট্ট, চাঁদের আলোয় স্নান করি,
সবুজ মাঠে শুয়ে তারা গুনি, একটু আহ্লাদি হই;
চলো ছুটি ফড়িংয়ের পিছু, সুতো বাঁধি লেজে।
চলো ফিরে যাই পিছনে যেখানে বিছানো আছে
শিমুল ফুল, কামিনীর ঘ্রাণ মাখানো শুভ্র পাপড়ি
আর শিউলি বিছানো ধুলো।

আতঙ্ক ভুলে বন্ধ চোখে মুগ্ধ হই স্মৃতি ঘরে শুয়ে,
একটু হাসি, মৃদু অথবা অট্ট
আজ না হয় বয়সটাকে দেই থামিয়ে,
সময়ের লেজে বেঁধে রাখি সুতো, সময় হয়ে যাক
মেয়েবেলার লাল ফড়িং,
আজ না হয় হলামই বা একটু অবুঝ, আবেগি আর আহলাদী।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ফয়জুল মহী অনন্য রূপায়ণ খুব ভালো লাগলো

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

ছেলেবেলা নিয়েই কবিতাটি লিখেছি

০১ মার্চ - ২০১১ গল্প/কবিতা: ১৫৯ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ভালবাসা”
কবিতার বিষয় "ভালবাসা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারী,২০২৫