তোরা আসিস্ রাক ডাক ছেড়ে, তোরা আসিস হুংকার ছেড়ে,
যাবার বেলা নিয়ে যাস বিত্ত বৈভব, অগণিত প্রাণবায়ূ
তোরা আসিস ঢেউয়ের পর ঢেউ নিয়ে,
উত্তাল হাওয়ায় কাঁপিয়ে দিস বৃক্ষ তরু লতা।
দমকা হাওয়ার তোড়ে উড়ে যায় টিনের চাল,
উড়ে যায় সবুজ পাতা শত সহস্র;
তোরা আসিস জানান দিয়ে পৃথিবীকে,
সমুদ্দুরের বরপুত্র তোরা, কত নামে চিনি তোদের!
কখনো সিডর, কখনো নার্গিস, কখনো হুদহুদ
কখনো সুনামী অথবা আম্পান,
তোদের রূপ একই,
ভয়ংকর, বিভৎস, ঘুর্ণিপাকে ঘুরিস পৃথিবী শুদ্ধ।
তোরা অহংকারী, তোরা গজব হয়ে আসিস,
কালো অন্ধকারে ঢেকে দিস্ আকাশ,
ঘুরঘুট্টি পৃথিবীতে ঘটে যায় লংকা কান্ড,
তোদের তান্ডবে ভেসে যায় শহর নগর, ফসলি ক্ষেত।
তোরা আসিস বুক ফুলিয়ে, ঈর্ষা তোদের চোখে,
মুখে তোদের যেনো আগুনের লেলিহান শিখা,
জ্বালিয়ে পুড়িয়ে ভাসিয়ে নিয়ে যাস অযস্র আত্মা,
ফসল, গবাদি পশু, ভেঙ্গে গুঁড়িয়ে দিস গাছপালা, বাড়ী।
এত কিছু নিয়ে যেতে পারিস, এতই তোদের ক্ষমতা,
কীরে তোরা কী মানুষের অহম ভেঙ্গে গুঁড়িয়ে দিতে পারিস না?
মানুষের মনের ঈর্ষা, হিংসা মিইয়ে দিতে পারিস না ধুলায়?
মানুষের দীর্ঘশ্বাস উড়িয়ে নিয়ে যেতে পারিস না দূর সমুদ্দুরে?
আমি যেনো দেখি, তোদের চেয়ে মানুষই ভয়ংকর বিভৎস,
মানুষের মায়াদয়াহীন বুকে জমা সাত সমুদ্দুর অহম আর ঈর্ষা,
তোরা ভ্রান্তির পথ ভাসিয়ে দিতে পারিস না,
মানুষের ভিতরের হায়েনাকে গলা টিপে হত্যা করতে পারিস না?
জানিস্ একটি মানুষের বুকে সাত সমুদ্দুর তেরো নদী হিংসা
অহংকারে পূর্ণ, মানুষের বুকে নেই মানবতা, দয়া একফোঁটা;
আবার যখন নতুন নাম নিয়ে তোরা আসবি প্লিজ
মানুষের অহংকার গুঁড়িয়ে দিয়ে যাস্ কিন্তু;
বিত্ত বৈভবে মোড়া মানুষের মন হতে মোহ নিয়ে যাস,
নিয়ে যাস ঈষা আর ভ্রান্তি, আর দুর্নীতি, মিথ্যে।
লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা
ব্যাখ্যায় লেখকের বক্তব্য
যাবার বেলা নিয়ে যাস বিত্ত বৈভব, অগণিত প্রাণবায়ূ
০১ মার্চ - ২০১১
গল্প/কবিতা:
১৫৮ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
-
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
-
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
-
তৃতীয় পুরস্কার সনদপত্র।
আগামী সংখ্যার বিষয়
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪