=মিথ্যে, সব মোহ মরিচিকা=

বন্ধুত্ব নাকি ছলনা (নভেম্বর ২০২৩)

এই মেঘ এই রোদ্দুর
  • 0
  • ১০৮
পাখি হয়েছিলাম তোমায় ভালোবেসে খুউব
বসেছিলাম তোমার দখিন জানলা ঘেঁষে করমচার ছোট ডালে
নাম দিয়েছিলে টুনটুনি;
পরনে আমার টকটকে নীল শাড়ি
মুগ্ধ তাকিয়েছিলে নির্নিমেষ আঁখিতে।

আমি তোমার প্রেমে মোহগ্রস্থ তখনো,
অতঃপর তুমি কথা দিয়েছিলে-
হাঁটু গেঁড়ে আমার সম্মুখ
আসছে বসন্তে গাঁদা ফুল রঙ শাড়ি,
পলাশ রঙ টিপ আর অপরাজিতা রঙ এক গাছি চুড়ি
আর পুঁইশাক ফুল রঙ নাকফুল নিয়ে আসবে।

অথচ বেমালুম ভুলে গিয়েছিলে
বসন্ত এলো, শিমুল অশোক বনে রক্ত রঙ তুফান উঠল
কচি কিশলয় গাছের বুক ফুঁড়ে বেরোলো...
অপেক্ষার শেষবিন্দু নিয়ে গেল গোধূলিয়া এসে
রাত আঁধারে মন চুয়ে বিষণ্ণতা ঝরল।

কেউ কথা রাখে না, শুনো-আমিও না
আমি বলেছিলাম, ভালোবেসে পাশে থাকব
অথচ দেখো, আমি ব্যস্ততা ছুঁয়ে আছি
যে যার মত ছুটে চলি পথ
হয়তো তুমি এপথে আমি ওপথে
কারো সাথে হয় না আর চোখের মিলন,
গা ঘেঁষে চলার পথে তুমি হয়ত নিম্নমুখি ধূলায় চোখ নিয়ে হাঁটো
দেখতে না পেয়ে সরি বলে কেটে পড়-আমিও তাই
কেউ তাকাই না কারো পানে।

এইতো জীবন এইতো বেঁচে থাকা
তবে কেনো কথা কথা দেয়া নেয়ার ছলনা!
কথা দিয়ে রাখতে না পারার যন্ত্রণাও নেই বুকে
নিউরণ কেবল খুঁজে ফিরে এক ফোঁটা শান্তি...
নিজেকে ভালো রাখার নৈমিত্তিক অপপ্রয়াস, ব্যর্থ চেষ্টা।

এই দেখো, কত কল্পনায় কাব্য সাজিয়ে তোমায় দেই মোহ
মোহে আচ্ছন্ন হও অথবা হও না
আর তুমি কে সে আমি জানি নে
তবু কল্প রাজ্যের ছন্দ কাব্যে তোমায় বানাই শিরোনাম,
কত মিথ্যার আশ্রয়ে জীবন কেটে যায় ভালোবাসার প্রবোধে,
এই যে তুমি কথা দিয়েছিলে এই দেবে সেই দেবে
বসন্তে আসবে, এক বিন্দু সত্য নয়
তবু বলে তৃপ্তি পাই, মোহে হই আচ্ছন্ন
প্রেমে পড়ি গলে
শুনো মরিচিকা, সাইমুম ঝড়ে উড়ে যাব তুমি আমি একদিন।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Muhsin Ahmed দারুণ লিখনী।
মোঃ মাইদুল সরকার সুন্দর কাব্য। ভোট।
অথই মিষ্টি মন্দ নহে , অপূর্ব বটে ...
ফয়জুল মহী অসাধারণ উপস্থাপন। খুবই ভালো লেগেছে।
বিষণ্ন সুমন অসাধারণ একটা কবিতা।
রবিউল ইসলাম খুবই চমৎকার লিখেছেন। ????

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

পাখি হয়েছিলাম তোমায় ভালোবেসে খুউব বসেছিলাম তোমার দখিন জানলা ঘেঁষে করমচার ছোট ডালে

০১ মার্চ - ২০১১ গল্প/কবিতা: ১৫৯ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ভালবাসা”
কবিতার বিষয় "ভালবাসা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারী,২০২৫