কোন এক রাত যদি নিয়ে আসতো প্রিয় কিছু স্বপ্ন
খুব গতিতে তুফান উঠা-
কোন এক কালো রাত্রির গা বেয়ে সহসা নেমে আসতো
কিছু না পাওয়া উত্তাল স্বপ্ন,
সব কাজ ফেলে আমি উড়ে যেতাম চুপিচুপি সেই স্বপ্নের পিছু।
দমকা হাওয়ার গাড়িতে চড়ে যেতাম
হালকা ঝিরিঝিরি বৃষ্টির ছাঁট এসে চোখ ভিজিয়ে দিয়ে যেতো
আমি কেঁপে কেঁপে উঠতাম,
আধশোয়া হাওয়ার গাড়িতে বন্ধ চোখ খুলে দেখতাম কেউ একজন দাঁড়িয়ে।
বৃষ্টির আবীর মেখে চোখে -অধরে
(আচ্ছা বৃষ্টির কি রঙ আছে-না আমার স্বপ্নের মতো রঙহীন?)
তৃষ্ণার্থ মন ছুটে যেতো তার কাছে হয়তো।
বাজের শব্দে সম্বিত ফিরত-তুফান থেমে গেলে
অথচ হৃদয়ে বয়ে চলা তুফান সে-কি আর থামে!
মনের দেউড়িতে কেউ করে না কষাঘাত
সে শব্দে চাপা পড়ে না-স্বপ্নছুট মনের গোঙানী!
বারান্দার গ্রীলে গা ছুঁয়ে আছে বৃষ্টির অসংখ্য ফোঁটা
আঙ্গুলের ডগায় মুক্তোর দানা নিয়ে ফুঁ মেরে উড়িয়ে দিয়ে বলি
যা-না স্বপ্ন ছুঁয়ে আয় আমার-সাথে নিয়ে আসিস কিছু ভালোবাসা।
একটি বৃষ্টিরমুখর রাত্রি যদি কেবল আমার হতো
নির্ঘুম রাত কেটে যেতো বৃষ্টির ছায়ায়....
বৃষ্টির কান্নায় মিশে যেতো আমার কান্নাগুলো।
কিছু অনিয়ম করতে ইচ্ছে বেশ মাথাচাড়া দিয়ে উঠে
হয়ে উঠে না নিয়ম ভাঙ্গা! এক ঘেঁয়ে জীবন আষ্টেপৃষ্টে জড়িত।
ইচ্ছের তাগিদেও যুক্তিকে যায় না করা খোঁড়া
কেবল কল্পলোকের সিঁড়ি বেয়ে উঠতে হয় সময়ের হাত ধরে
সিঁড়ির শেষ সোপানে পা রাখতেই একদিন ঠুস করে ঝরে পড়বো মর্ত্যে!
তখন কোন এক শিউলী ফোটা ভোরের আলোয় গোর আঁধারে বোনে যাবো
সেই অগুছালো স্বপ্নের বীজ-আশাকরি তখন ফলন হবে ভালো খুউব।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা
ব্যাখ্যায় লেখকের বক্তব্য
সব কাজ ফেলে আমি উড়ে যেতাম চুপিচুপি সেই স্বপ্নের পিছু।
০১ মার্চ - ২০১১
গল্প/কবিতা:
১৫৯ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।