=ও আমার বাংলাদেশ তোমায় ভালোবাসি=

বিজয় গাঁথা (ডিসেম্বর ২০২২)

এই মেঘ এই রোদ্দুর
  • ২৮
©কাজী ফাতেমা ছবি

বিজয় দেখে যাই পূর্বাশার আলোয় সোঁদা মাটির গন্ধে
বিজয় নাচে ইতিহাসের পাতায় পাতায় ছন্দে ছন্দে
বিজয় দেখে যাই শহরে অট্টালিকায়, পার্কে অথবা রাজপথে
লাউয়ের মাঁচায়, ঝিঙ্গে গাছের হলুদ ফুলের আলোতে।

বিজয় দেখতে পাই শুকনো উঠোনে ছোট খুকির হাঁটি হাঁটি পা পা,
উঠোনের কোণে গন্ধরাজ, শিউলী বকুল চাঁপা;
বিজয় দেখতে পাই দুরন্ত কিশোরের আলপথে গরু চড়ানো
ধূঁধু ধান কাটা মাঠে নাটাই হাতে আকাশে ঘুড়ি উড়ানো।

বিজয় দেখতে পাই বাবার হাসিতে, মায়ের মমতার আঁচলে
বিজয় দেখতে পাই সান বাঁধানো ঘাটের স্বচ্ছ জলে;
বিজয় এসেছিলো সবুজ ভিজিয়ে রক্তের বন্যায়,
বিজয় এসেছিলো প্রাণের বিনিময়ে রুখে সব অন্যায়।

বিজয় দেখতে পাই ফসলের মাঠে সোনালী ধানে,
বিজয় দেখতে পাই কৃষকের ঠোঁটে দেশের গানে;
বিজয় এসেছিলো মা বোনের ইজ্জতের বদলে,
বিজয় এসেছিলো বাংলার অসহায় মানুষের লাশ পঁচে গলে।

বিজয় দেখতে পাই নদীর জলে ঢেউয়ের তালে তালে
বিজয় অনুভব করি ছুঁয়ে ছোট খোকার তুলতুলে গালে;
বিজয় এসেছিলো বেয়োনেটের খোঁচায় প্রাণ হারিয়ে,
বিজয় এসেছিলো বীরদের সম্মুখ সমরে দাঁড়িয়ে।

বিজয় উড়ে নীল আকাশের সাদা মেঘে, শূন্য হাওয়ায়,
বিজয় হাসে নিত্য প্রভাতে রোদ্দুর আলোর দাওয়ায়;
বিজয় এনেছিলো আমার দেশের বীর মানুষেরা মিলে
বিজয় এসেছিলো যুদ্ধ করে নয় মাস তিলে তিলে।

বিজয় হাসে ধুলায় গড়াগড়ি করা বকুলের ফুলে
বিজয় থাকে নিরবে নিভৃতে শিউলীর ডালে ঝুলে,
বিজয় এসেছিলো নয় মাস যুদ্ধ শেষে ডিসেম্বরের ষোলোতে
বিজয় যারা এনেছিলো প্রাণ হারিয়ে, আমরা পারি না তাদের ভুলিতে।

হার না মানা বীরের দেশ আমার বাংলাদেশ,
এখানে ধুলো বালিতে ছড়ানো সুখের মুগ্ধতার রেশ
সর্বদা লেপ্টে থাকে হাঁটে মাটে ঘাটে শহর গাঁয়ে বিজয়ের হাসি,
ও আমার প্রিয় বাংলাদেশ তোমায় ভালোবাসি।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মোঃ মাইদুল সরকার চমৎকার কাব্য।
থ্যাংকিউ সোম মাচ ভাইয়া
ফয়জুল মহী নিপুণ হাতের ছোঁয়ায় অনুপম উপস্থাপন । সাহিত্যক মনই পারে সুসাহিত্য ভালোবাসতে।
অনেক ধন্যবাদ ভাইয়া
মাসুম পান্থ চমৎকার
অনেক ধন্যবাদ মাসুম ভাই

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

বিজয় দেখতে পাই দুরন্ত কিশোরের আলপথে গরু চড়ানো ধূঁধু ধান কাটা মাঠে নাটাই হাতে আকাশে ঘুড়ি উড়ানো।

০১ মার্চ - ২০১১ গল্প/কবিতা: ১৫৯ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ভালবাসা”
কবিতার বিষয় "ভালবাসা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারী,২০২৫