ভুল শুদ্ধতার সিঁড়ি বেয়ে জীবন বহমান,
এত সুখ হৃদ ছুঁয়ে
তবুও অচেনা এক দীর্ঘশ্বাসের উঁকি
বুকের বাম অলিন্দে।
স্মৃতির পরতে পরতে মউ মউ ঘ্রাণ,
অথচ বর্তমান অতীত হয় বিষ স্মৃতির অন্তরালে,
কত সুখ ছুঁয়ে আছি তবুও তিক্ত অনুভুতি
বুক জুড়ে তুলে হাহাকার।
পথ পেরোতে পেরোতে কত শত সুখ জড়িয়ে মন
বলবো না ভালো নেই, তবুও কিছু আকাঙখা
মন পুড়িয়ে করে ছারখার,
এ মিথ্যে নয়!
মৃদু তুফানে উড়ে যাই নি, ধৈর্য্যের হাতলে শক্ত হাত
কখনো আসেনি প্রলয়ংকরী ঘুর্নিঝড়,
আসেনি ধেয়ে জীবন ভাঙ্গার সুনামি,
তবুও কী যেনো হয় নি পাওয়া,
অতৃপ্ত মন খুঁজে কিছু অমৃত কথার সুর ঝংকার।
ক্ষনিক সুখের ধুম্রজালে বন্দি হতে হতে
জাল কেটে মুক্ত হয়ে ফিরে এসেছি একাকিত্বের অন্ধকারে
হেরে যাইনি মোহের কাছে, বিতৃষ্ণা ছিলো
তবুও সামলে নিয়েছি নিজেকে,
তবে কেনো কিছু আবেগি কথা শুনতে
প্রাণ করব আনচান।
ভালোবাসার লোভে নিজেকে সপে দেইনি ধ্বংসযজ্ঞে
সেজে থাকিনি কৃত্রিম আবরণে,
ধরিনি আধুনিকতার ঢং, সত্য যা সব মনের দখলে,
শুদ্ধতার বুকে মুখ লুকিয়ে তবুও কেনো খুঁজি
মন ভুলানো কিছু আহ্লাদি বুল।
এতটুকুন ছোট মন কখনো কষ্টে হয়েছিলো জ্বলন্ত লাভা
পুড়েছি, তবুও হীম কথায় কেউ ভাঙ্গায়নি অভিমান,
কী নিষ্ঠুর মানুষের মন, চোখের জলের মূল্যহীন যেনো,
তবুও ডুবে যাইনি হতাশার জলে
স্বপ্নগুলো যায়নি সহসা উবে।
বন্দি হয়ে আছি সম্পর্কের স্রোতে,
একূল ওকূল দুকূলই আমার,
আমার কোথাও যাওয়ার পথ নেই,
আপন ঠিকানায় বেঁচে আছি সমুদ্দুর সম সুখ ছুঁয়ে
অথচ কেনো জানি মনে হয় একটা কিছু পাওয়া হয়নি!
সেকি ভালোবাসা!
এখানে এক নিমেষে কিছু দীর্ঘশ্বাস বুক ফুঁড়ে আসে
এখানেই আমার বর্তমান ছুটছে ভবিষ্যত পানে,
আমার গতিবিধি সব সময়ের নিয়ন্ত্রণে,
অথচ আবেগ কেবল আমার নিয়ন্ত্রণে,
আবেগ ফলাতে পারিনি কারো উপর,
আবেগের স্রোতে ভেসে যেতে পারি না,
আমি কেবল আমাতেই বন্দি,
তবুও অযস্র সুখ আছি ছুঁয়ে, এ মিথ্যে নয়।
০১ মার্চ - ২০১১
গল্প/কবিতা:
১৫৯ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
-
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
-
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
-
তৃতীয় পুরস্কার সনদপত্র।
আগামী সংখ্যার বিষয়
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারী,২০২৫