ঈর্ষায় পুড়বে তুমিও প্রিয়

বাংলা - আমার চেতনা (ফেব্রুয়ারী ২০২২)

এই মেঘ এই রোদ্দুর
  • ১২৪
ঈর্ষায় তুমিও জ্বলবে একদিন প্রিয়, চোখের ভাষা তো বুঝোই নি
বুঝতে পারো নি মনের ভাষা,কেঁপে উঠোনি প্রেম শিহরণে কভু;
মন বড় দুবোর্ধ্য তোমার, বুঝতে পারিনি মন তোমার আজও।

ঈর্ষায় তুমিও একদিন জ্বলে পুড়ে হবে ছাই প্রিয়
অনুভূতিগুলো ভোঁতা তোমার, বুকের বামে পাথর পুষো...
পাথর পাহাড় দাঁড়িয়ে আছো মাথার উপর
প্রেম বুঝোনি মন বুঝোনি, স্বপ্ন ঘোরে হারিয়ে যাও নি কখনো আমায় নিয়ে।

ঈর্ষা একদিন তোমারও হবে প্রিয়
কেবল বিভ্রান্তি ছড়িয়েছো চোখের কিনারে
গুয়ার্তূমির সীমা পেরিয়ে আসতে চাওনি কাছে;
জেদের কাছে হওনি পরাজিত, ভালোবাসার অভাব বুঝি তোমার?
নাকি প্রেম বিলাতে গিয়েও কৃপণ হয়ে থেকে গেছো নাগালের ওপারে?

ঈর্ষায় জ্বলবে তুমিও একদিন প্রিয়, জ্বলবে
কেবল বজ্রনিনাদে ফেটে পড়তে জেনেছো
শরতের শুভ্র মেঘ হতে শেখোনি,
আবেগের তোয়াক্কার ঘাট পেরিয়ে তুমি যেনো
এক মহা বীর পুরুষ সামনে দাঁড়িয়ে;
যে ভেঙ্গে পড়বে, তবু নুইবে না প্রেমে ভালোবাসায়।

ঈর্ষা সেদিন হবে তোমার, পুড়বে তুমি,
যেদিন আমি হয়ে যাবো ইচ্ছে ঘুড়ি,
ইচ্ছে স্বাধীনতার কাছে পরাজিত হবো যেদিন,
যেদিন মন ক্যানভাসে আঁকবো না আর তোমার ছবি
ক্ষোভের আগুনে পুড়তে পুড়তে আমি দিশেহারা হবো যেদিন
যেদিন তোমার দেয়া শত অবহেলা নিদ্বির্ধায় ধূলোয় ফেলে
হেঁটে যাবো নিজস্ব সুখ সুবিধার খেলাঘরে।

নতুনের হাত ধরে বেঁচে থাকবো, অল্প আয়ূর এই ধরায়
আর পুড়বো না আমি, কেবল তুমি পুড়বে ঈর্ষার আগুনে
আমার চারপাশে ছড়ানো থাকবে সকালের সোনা রোদ্দুর
দুপুরের উত্তপ্ত রোদ্দুর বিকেলে মিহি হাওয়ার রোদ্দুর
আমার নরম রোদ্দুর সুখে তুমি ঝলসে যাবে প্রিয়;
তখন ঠিক তোমার ঈর্ষা হবে, জ্বলবে তুমি!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মোঃ মোখলেছুর রহমান চমতকার হয়েছে সন্মানিত কবি।
ভালো লাগেনি ৯ ফেব্রুয়ারী, ২০২২
অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকুন
ভালো লাগেনি ১৬ ফেব্রুয়ারী, ২০২২
মোঃ নুরেআলম সিদ্দিকী দাদু আপনার নিয়মিত লেখা খুব মিস করছি। বরাবরের মতই এই লেখাটি ধাঁচে দারুণভাবে ফুটে তুলেছেন।। নতুনের হাত ধরে বেঁচে থাকবো, অল্প আয়ূর এই ধরায় আর পুড়বো না আমি, কেবল তুমি পুড়বে ঈর্ষার আগুনে আমার চারপাশে ছড়ানো থাকবে সকালের সোনা রোদ্দুর দুপুরের উত্তপ্ত রোদ্দুর বিকেলে মিহি হাওয়ার রোদ্দুর আমার নরম রোদ্দুর সুখে তুমি ঝলসে যাবে প্রিয়; তখন ঠিক তোমার ঈর্ষা হবে, জ্বলবে তুমি! অনেক শুভ কামনা রইল।।
ভালো লাগেনি ৩ ফেব্রুয়ারী, ২০২২
জাজাকাল্লাহ খাইরান ভাইয়া এত সুন্দর মন্তব্যের জন্য ভালো থাকুন
ভালো লাগেনি ১৬ ফেব্রুয়ারী, ২০২২
ফয়জুল মহী গভীর ভাবনায় মনোমুগ্ধকর লিখনী , শুভ কামনা আপনার জন্য।
ভালো লাগেনি ২ ফেব্রুয়ারী, ২০২২
থ্যাংকিউ সো মাচ ভাইয়া
ভালো লাগেনি ১৬ ফেব্রুয়ারী, ২০২২

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

প্রেম বিষয়ক কবিতা

০১ মার্চ - ২০১১ গল্প/কবিতা: ১৫৯ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ভালবাসা”
কবিতার বিষয় "ভালবাসা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারী,২০২৫