গোধূলী পেরিয়ে যে সন্ধ্যা আসে, কোনো কোনো সন্ধ্যা অন্যরকমও হয়
কখনো দেহমনজুড়ে কমোর্দ্যমী শক্তি,
আর কোনো কোনো সন্ধ্যা নির্বল দেহ,
কিছুতেই মন না লাগা এমন সন্ধ্যা, ভীষন একলা থাকি ইচ্ছে।
কোনো কোনো রাত বড্ড বিষণ্ণ হয়ে আসে
চোখের পাতার ঘুম উড়ে যায় কর্পূরের মতন,
শুধু সটান শুয়ে থেকে উপলব্ধি করা একাকিত্ব,
চোখ খুললেই কুহেলিকা, কোথাও কেউ নেই নিস্তব্ধ প্রান্তর।
কিছু মধ্যরাত কবিতার শব্দ এসে হানা দেয় বুকের মধ্যিখানে,
সব অগুছালো শব্দের হুড়োহুড়িতে হয় না লেখা একটিও কবিতা
কবিতার সমুদ্দুরে সাঁতার কেটে কেটে হয়রান,
তবুও কিছু কবিতা গুছাতে না পেরে বেড়ে যায় বিষণ্ণতা,
কোনো কোনো রাতের কাছে আমি হই বিমর্ষ নীল, কাতর।
কোনো সন্ধ্যা নেমে আসে কিছু ফুরফুরে ক্ষণ নিয়ে,
ইচ্ছে করে ছুঁয়ে দেই সন্ধ্যা, সন্ধ্যা জেগে থাকুক অনন্তকাল,
এ সন্ধ্যা না ফুরিয়ে যাক, গোধূলী রঙ বুকে নিয়ে বেঁচে থাকুক,
সন্ধ্যার হাওয়ায় উড়ে ধূপ পুড়া ঘ্রাণ, সেই ঘ্রাণ মেখে আমি দাঁড়িয়ে
থাকবো বহুকাল ধরে,
ইচ্ছেগুলো মনে আসতেই দেখি সন্ধ্যা পেরিয়ে রাতের অন্ধকার,
অন্ধকারে তলিয়ে যায় রোজ রোজ একেকটি দিন,
বয়সের ভারে নুয়ে পড়ি সহসা,
আনন্দগুলো এভাবেই হয়ে যায় উধাও।
কোনো কোনো দিন কেবল বিষাদে পূর্ণ থাকে মনাঙ্গন,
কোনো কোনো বেলা কিছুতেই মন লাগে না
কিছু কিছু সময় থমকে যায়, না পেরোনোর বেলা কেবল দীর্ঘশ্বাসে পূর্ণ,
তবুও জীবন ভালোবাসি বলেই, সব ভুলে হেসে উঠি নির্দ্বিধায় ফের,
এসব বিমর্ষ ক্ষণ দু পায়ে দলে হই কমোর্দ্যমী,
নইলে জমে যাওয়া কাজের পাহাড়ে একদিন অনায়াসেই যাবো ডুবে।
লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা
ব্যাখ্যায় লেখকের বক্তব্য
আঁধারে যেমনটি তলিয়ে যায় একেকটি দিন। তেমন জীবনও একদিন তলিয়ে যাবে আঁধারে অনন্তকালের জন্য।
০১ মার্চ - ২০১১
গল্প/কবিতা:
১৫৮ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
-
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
-
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
-
তৃতীয় পুরস্কার সনদপত্র।
আগামী সংখ্যার বিষয়
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪