কর্ম যা করে যাচ্ছো তারুণ্যে, জমা রাখছো কিন্তু ভবিষ্যত ব্যাংকে,
যত শক্তি, যত দম্ভ একদিন ফুরিয়ে যাবে,
শক্তি সামর্থ্যের র্যাংকিয়ে এক, একদিন পরিণত হবে শূন্য র্যাংকে,
একদিন সব হারিয়ে তোমার মন বদলাবে!
থাকবে না সময় সেদিন!
জোয়ান মরদ, বউয়ের আদুরে স্বামী, পিছু ঘুরো দিনভর
অথচ মা তোমার শৈশবে ব্যথা পাবে বলে দৌঁড়িয়েছিলো তোমার পিছু,
ভুলে গেলে ? সেদিনও তো ছিলে তুমি বাবা মা নির্ভর,
বিনিময়ে বাবা মা চায়নি হিরে মতি পান্না........ অল্প কিছু!
অথচ তাদের জন্য তুমি সন্তান হয়ে গেলে দুর্দিন।
বয়সের হাতে ছেড়ে দিয়ে ওদের তুমি এখন বউ নির্ভর,
খেতে বসো না একবেলা মায়ের সঙ্গে,
মোহে মন চাঙা........ প্রেমে মন জমিন উর্বর;
এখনো শক্তি অথৈ তোমার অঙ্গে...
মনের তারে বাজে অহর্নিশ আনন্দ বীণ।
তুচ্ছ তাচ্ছিল্যতা একদিন বুমেরাং হবে, বুমেরাং হবে ভর্তসনা
মা বাবার বকবকানিতে অল্পতেই হও ধৈর্যচ্যুত
একদিন বিফলে যাবে তোমার সব সুখ উপাসনা;
দেখে নিয়ো সকল সুখ শান্তি হতে তুমিও হবে বিচ্যুত...
তোমার বুকেও বাজবে ব্যথার সুর রিনরিন।
তিল তিল করে জমাচ্ছো সব অবহেলা, অবজ্ঞা, রেখো স্মরণে,
মায়ের পায়ের নিচের জান্নাত একদিন হন্যে হয়ে খুঁজবে
একদিন খুব ইচ্ছেরা খাবে বুকে আকুলি বিকুলি...... বসতে ইচ্ছে হবে
ধরে মায়ের চরণে;
নিজে অসমান্নিত হবে যেদিন সেদিন বাবার সম্মানও বুঝবে।
বুঝবে যেদিন আসবে আড়ষ্টতা...... বুকের তারে সুর উঠবে ঝিন ঝিন।
যা করছো.... যা বিলাচ্ছো অবহেলা অবজ্ঞা, অসম্মান তোমার বাবা মাকে
আগামীর বাক্সে হচ্ছে সবই বন্দি,
একদিন স্মৃতির ঝাঁপি খুলো, যা সঞ্চয় করে রেখেছিলে মনের তাকে;
না...... বেরোতে পারবে না কষ্টের বুমেরাং হতে.... তোমারও সন্তান
হয়েছে আজ বড়......যতই আঁটো ফন্দি!
জরাজীর্ণ তুমি, ম্লান সকল সুখ মুছে যাবে সব আনন্দ কলতান;
কোন ঔষধই পারবে করতে দূর বুকের বামে যে ব্যথাটা বইছে চিনচিন।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা
ব্যাখ্যায় লেখকের বক্তব্য
মা বাবার প্রতি ছেলের অবহেলা দেখলে বুকে কষ্ট লাগে তাই এখানে ফুটিয়ে তুলেছি
০১ মার্চ - ২০১১
গল্প/কবিতা:
১৫৮ টি
সমন্বিত স্কোর
৫.১৭
বিচারক স্কোরঃ ২.১৭ / ৭.০পাঠক স্কোরঃ ৩ / ৩.০
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।