স্বপ্নগুলো উঁকি দেয় ওদের বুকে

মা আমার মা (মে ২০২১)

এই মেঘ এই রোদ্দুর
  • 0
  • ৩৬
একদা কচি লতার মত বেড়ে উঠেছিলাম বটবৃক্ষ ছিলেন মা বাবা
কলাপাতা রঙ মন, দেহে ছিলো লকলকে বেড়া উঠার গল্প,
গাঢ় সবুজাভ মন কখনো প্রজাপতি কখনো দোয়েল অথবা
খঞ্জন পাখি, সে কী উড়াউড়ির দিন আহা, শৈশবের ডানা মেলা দিন।

বুক দেরাজে জমিয়ে রেখেছিলাম মেয়েবেলার কাব্য
কী যে ছন্দ চলায় বলায়, যেনো ঘাস ফড়িং অথবা
লাল লীল হলুদ ফড়িং, খেলাধূলা উচ্ছ্বাসের ধুলো উড়া দিন আমারপ
কত কিছুই জমানো ছিলো স্বপ্ন এখানে, বুকের বামে।

মায়ের আঁচলে মুখ গুঁজে কী মিষ্টি ঘ্রাণবেলা আমার, সে কই?
আহা আমার বেড়ে উঠার গল্প এখনো যেন
গাঁয়ের ধুলো মাটিতে পাতায় পাতায় লিখা আছে শ' উপন্যাস,
স্বপ্নগুলো বক্ষ ফুঁড়ে বের হতে হতে তারুণ্য পেয়ে বসে;

না শৈশবের ঘ্রান যায় নি তখনো, ডানা মেলা দিন আমার
কখনো ঘুড়ি উড়ানো কখনো জলে ছিপ ফেলে মাছ ধরার গল্প
সে ফুরিয়ে যায়নি, কখনো গাছের ডালে রশি দোলনা
কখনো ডুব সাঁতার স্বচ্ছ পুকুরের জলে।

ফুরিয়ে যাওয়া সময়ের হাত ধরে আগালাম যত, ততই স্বপ্নগুলো
ফিকে হয়, বিবর্ণ হয়, হয় কালো মেঘ, দুরন্তপনার ছুটি,
সাংসারিক চাবী আঁচলে বেঁধে রান্নাবাটি খেলা অথবা দপ্তরের চেয়ারে
বসে কীবোর্ডে আঙ্গুলের ঝড়, সেই বেলা ফিরে আসে না।

ফিরে পাই না আর মুগ্ধতা, মুগ্ধতাদের ছুটি দিতে গিয়ে দেখি,
আমার উদর হতে ঝরে পড়ে আরও দুটো বিষ্ময়কর মুগ্ধতা,
তাদের বড় হতে দেখি, আদরে আহ্লাদে জড়িয়ে থাকার প্রহরগুলো
আহা মন্দ নয়, কী মিষ্টি ঘ্রাণ চুলের গোড়ায়, কপালে গালে,
ওরা বড় হয় আর আমি বুড়ো হই, কী করে যেন সময় ফুরিয়ে যায়,
আমি চেয়ে থাকি ওদের চোখে, বুকের বামে রাখি কান
ওরাও কী আমার মতনই স্বপ্নগুলো জমাচ্ছে একে একে,
আমি তো চাই, ওরা এখন উচ্ছ্বল আজন্ম উচ্ছ্বল থাকুক
উড়ুক প্রজাপতির মত, উড়ুক সাদা মেঘের মত,
ওরা থাকুক শুদ্ধতা আর পবিত্রতায় জড়িয়ে
এই স্বপ্ন আমার প্রভু বৃথা যেন না যায়, এ প্রার্থনা তোমার তরে আমার।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মোঃ মাইদুল সরকার শৈশব, কৌশর আর জীবনের গল্প প্রকাশ পেয়েছে কাব্যে।
মোহাম্মদ তামিম হোসেন ওরা থাকুক শুদ্ধতা আর পবিত্রতায় জড়িয়ে এই স্বপ্ন আমার প্রভু বৃথা যেন না যায়, এ প্রার্থনা তোমার তরে আমার।
মোঃ নুরেআলম সিদ্দিকী বুক দেরাজে জমিয়ে রেখেছিলাম মেয়েবেলার কাব্য কী যে ছন্দ চলায় বলায়, যেনো ঘাস ফড়িং অথবা লাল লীল হলুদ ফড়িং, খেলাধূলা উচ্ছ্বাসের ধুলো উড়া দিন আমারপ কত কিছুই জমানো ছিলো স্বপ্ন এখানে, বুকের বামে। দুর্দান্ত একটি লেখা। সেই দিনের কথা মনে পড়ে কিন্তু এখনো। অনেক শুভ কামনা রইল।
ফয়জুল মহী দুর্দান্ত একটি লেখা পড়লাম। ভীষণ ভালো লাগলো

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

মা কে নিয়েই লিখা

০১ মার্চ - ২০১১ গল্প/কবিতা: ১৫৭ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪