সম্পর্কের ঘনত্বটা নির্ভর করে ভালবাসার উপর

শূন্যতা (অক্টোবর ২০২০)

এই মেঘ এই রোদ্দুর
  • ৬০
প্রাপ্তির ঝুলিটা শূন্য, শূন্যতার ডালে ভালবাসা রোদ পোহায়
উষ্ণতায় কতক্ষণ আর থাকে ভালবাসা ডালে ঝুলে!
বিতৃষ্ণায় ডুবে শেষে ভালবাসা খুঁজে আশ্রয়!
হিমশীতল স্পর্শ, শিহরণ জাগা ক্ষণ
ভালবাসা খুঁজে ফিরে প্রশস্ত বুকে মুখ গুঁজার ঠাঁই!
ভালবাসার সহজ সমীকরণ মিলে না সহসা!
গুঁজামিল দিতে গিয়ে হাঁপিয়ে উঠে জীবন ক্যাল্কুলেটর।

কাছে দূরে থাকি বা না থাকি নিশ্চুপ সময় মৌনতার চাদর
বিছিয়ে ডাকে নিকটে তার...ভিতরবাড়িতে বয়ে যায় তুমুল ঝড়,
কেইবা রাখে খবর, না আমি না তুমি...আমি মেঘ হলে তুমি হও বজ্রপাত;
অথবা আমি রোদ্দুর হলে তুমি চোখে লাগাও রোদচশমা!
আমি ছায়া হতে গিয়ে দেখি মাথার উপর তুমি তপন
কই ছাতা হওয়ার ছিল কথা,
তা না! তুমি বৃক্ষের ফাঁক ফোঁকর গলে গেঁথে থাকো মাথায়!

দূরত্বের ঘনত্বটা চক্র বৃদ্ধি হারে বাড়ছে
যাপিত এ জীবনের দোহাই, ঠিক হবে না কিছুই
জাবেদা, খতিয়ান, রেওয়ামিল, লাভ-ক্ষতি হিসাব
কষে কষেই জীবন করছো পার!
বেলাশেষে জীবনের উদ্বৃত্তপত্র মিলানো জব্বর কঠিন হবে বলে দিলুম!

সংসার সংসার তেতো খেলায় আর মন বসে না
মনে ভিতর হাজার গুজগুজানি কথন তোলপাড় ঝড় তুলে নিত্য,
অথচ আকণ্ঠ ডুবে আছি কথার বন্যায়
বলার আগেই ফেঁসে যাই মৌনতার জালে।

জীবনের সূচিপত্র অগুছালোই রইলো
কে সাজাবে বলো, তুমি না আমি, না দুজনেই
কিভাবে সম্ভব? বিরোধী আচরণ দায়ী তবে।
জীবনের মুহুর্মুহু ঝরে যাওয়া সময় অনুভূতির আয়নায় ভেসে উঠে...
পিছনে মূর্ত হওনা, ভালবাসারাও হয় বিমূর্ত
ঘন দীর্ঘশ্বাস বাম পাঁজরে হানে আঘাত
আমি ভেঙ্গে পড়ি আর ভবিষ্যতে চোখ রাখি...দেখি
শূন্য প্রান্তরে একলা... তুমি, অতীতগুলো কত না দু:স্বপ্নে ভরা
স্বপ্নগুলো বন্দি সময়ের বোতলে, নিঃস্ব তুমি তবে
আর আমি কবিতার হাতে হাত রেখে দিব্যি বাঁচি উচ্ছ্বাসে!!

ফিরে আসতে চাইলে, কবিতা হয়েই এসো...
আমি করুণার শব্দে বসিয়ে দিয়ে তোমায়... সাজাব ভালবাসার পঙখতি..
আর কলমের নীল কালির আঁচড়ে তোমার বুকে লেপ্টে দিব
বলা না বলা অনেক বিরহ কথন, আমি হবো তবে তৃপ্তি আর
তুমি হবে শুকনা হৃদয়ের মর্মর ধ্বনি।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই মেঘ এই রোদ্দুর ধন্যবাদ ফয়জুল ভাইয়া ভালো থাকুন
ফয়জুল মহী অতীব অতুলন ভাবে সাজানো লেখা ।

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

বুকের ভিতর ভালোবাসার শূন্যতা বুঝানো হয়েছে কবিতায়

০১ মার্চ - ২০১১ গল্প/কবিতা: ১৫৮ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪