সুখ মোহ প্রত্যাশা ভেসে যাবে একদিন..

প্রত্যাশা (আগষ্ট ২০২০)

এই মেঘ এই রোদ্দুর
  • ৬১
একদিন ফুরিয়ে যাবে সব,

আশা, আকাঙখা, প্রত্যাশা, ভালোবাসা প্রেম কী বিরহ!

বিষাদ ব্যথা বিতৃষ্ণা সুখ হাসি কান্না, আর

আশা'রা ভেসে যাবে সময় স্রোতে

প্রত্যাশা'রা ডুবে যাবে বিতৃষ্ণার জলে।



একদিন নিঃশ্বাস থেমে যাবে, নিথর হবে দেহ

একদিন চোখ হারাবে আলো, আত্মা ওড়ে যাবে শূন্যে।

যে হাসি ঠোঁটে রেখে মোহ ধরি আঁকড়ে

একদিন মোহ হবে মরিচিকা আর

ধূঁধূঁ প্রান্তরে সাঁই সাঁই ওড়ব বৈরী হাওয়ায়।



একদিন অচেনা নগরীতে রাখবো পা,

কেউ নেই পাশে, ঝাপসা হবে চোখ,

এই যে হাসি মাখা সুশ্রী বদন, একদিন গলে যাবে

মাটিতে মিশে যাব একদিন তুমি আমি সবাই!

-

এই সুখ পায়ে ঠেলে বলি সুখ নেই, সুখ নেই

এই আরাম হাতে সরিয়ে দূরে...বলি কি কষ্ট আহা কি কষ্ট!

একটু ব্যথায় কুঁকড়ে গিয়ে বলি, খুব ব্যথা খুব ব্যথা!

একটু জ্বরে মুষড়ে পড়ি আর বলি দেহে কেন এত যন্ত্রণা!



একটু স্বার্থের হানিতে, বুকে পুষি হিংসা,

একটু সুখ পাওয়ার আশে বনে যাই মুহুর্তেই হিংস্র!

সময় ফুরিয়ে যায়, চাহিদা হয় না বুড়ো,

মন পুড়ে যায় কিছু না পাওয়ার যন্ত্রণায়।



যে টুকু পেয়েছি/পাই প্রভুর কৃপায়, অসন্তুষ্ট মনে তবু পুষি!

যে টুকু পাই নি, অপূর্ণতার হাতে ধরি...করি পাওয়ার হাপিত্যেশ।

অথচ, অপ্রাপ্তির কাটাকুটির জীবন থেকে সরে এসে

ভাবিনি সুখ হাতের মুঠোয়!

কেবল সন্তুষ্ট হতে শিখিনি জীবনের কাছে!



চাহিদার বুকে মাথা রেখে কেটে যায় উচ্ছ্বল সময়,

বার্ধক্য টুটি চেপে ধরে,

বিষ্ণণ্ণতার কাঁথা গায়ে একদিন ছেড়ে ছুঁড়ে সব

চলে যাব বেলাশেষের খেয়ায় চেপে।



কে জানে কি হবে হাল অনন্তের যাত্রায়...

পুলসিরাতের পথ কী করে দিবো পাড়ি মাবুদ!

অন্তর পুড়ে ছাঁই, ক্ষমা কর মম যত ভুল প্রভু!

যতটুকু সময় দিয়েছো আমায়,

সহজ পথে ধাবিত করো মন আমার!

আমি ঈমাণের হাত ধরে হারাতে চাই অনন্ত আঁধারে!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
রুহুল আমীন রাজু বেশ ভাল লাগল, শুভকামনা।
জাজাকাল্লাহ খাইরান ভাইয়া ভালো থাকুন
ফয়জুল মহী সৃজনশীল রুচিসম্পন্ন লেখা ।
আন্তরিক ধন্যবাদ ভাইয়া। ভালো থাকুন

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

মানুষের জীবন আশা, মোহ, আকাঙখা, সুখ, প্রত্যাশা নিয়েই এগিয়ে যায় সামনে। একদিন সব প্রত্যাশা ডুবে যায়। সব ছেড়ে চলে যেতে হয় পরপারে

০১ মার্চ - ২০১১ গল্প/কবিতা: ১৫৯ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ভালবাসা”
কবিতার বিষয় "ভালবাসা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারী,২০২৫