অতিমানুষ হওয়ার ইচ্ছে পোষণ মনের কাছে মন শুনে, সাহস যুগায় না, বিপত্তি পা ফেললেই হেরে যেতে হয় বার বার হাজারবার,কেনো এমন হয়, মানুষের মাঝে মানুষ হয়ে ঢুকে যেতে পারি না নির্দ্বিধায়,সেই দ্বিধাদ্বন্দ্বের জীবন।
শত ইচ্ছে স্বত্তেও অসহায়দের ভিড়ে হারাতে পারি না রোহিঙ্গাদের ভিড়ে সেবাকে বিলিয়ে দিতে পারি না ওদের কাছাকাছি গিয়ে জীবন দেখতে পারি না না, যেতে পারি বন্যার্তদের খুব কাছাকাছি।
ফুটপাতে বসা ফাতেমার মাথায় হাত বুলিয়ে বলতে পারি না ফাতেমা তুকে আর ফুটপাতে ইটপাথরের বিছানায় শুতে হবে না তোর নানিকে ডাস্টবিনে রেখে তুকে নিয়ে গেলাম তুই পড়াশুনা করবি ফুল বিছানায় শুবি কিংবা খলখলানি হাসিতে পাতে দেয়া একটুকরো মাংসের সাথে গরম ভাত মুঠো ভরে খাবি!
কিংবা ফুটপাতে বসে যে পুরুষ নির্লজ্জতা গায়ে মেখে বসে পড়ে মুত্র ত্যাগ করবে বলে, তাকে গিয়ে ন্যায় অন্যায় শিখাতেও পারি না যে ছেলে মধ্য ফুটপাতে দাঁড়িয়ে বিড়ি টানে কিংবা গরম চায়ের পেয়ালায় তৃপ্তির চুমুক তুলে দিন দুনিয়া ভুলে তাকে থাপ্পড় দিয়ে বুঝাতে পারি না যে- এটা ফুটপাত, এটা জনগণের চলার পথ এটা আমাদের নাগরিক অধিকার।
বলতে পারি না গলা উঁচু করে এই যে ছেলে চিপসের প্যাকেটটা ডাস্টবিনে ফেলো অথবা এখানে থু থু ফেলো না, কিছুই বলা হয় না, কিছুই করা হয় না; কেবল অন্যায়গুলো চিবিয়ে গলদঃকরণ করে ফেলি আর বিতৃষ্ণা গায়ে মেখে পথ চলি সকল অন্যায় চোখে পুরে।
কিছুই পারি না আমি কিছুই না কেবল গা বাঁচিয়ে নিজের সুখের তরে হেঁটে চলি পথ অলীক এক গগজ চোখে থাকে সাঁটা... ন্যায় নীতি দয়া মায়া সহানূভুতি মানবতা সব আমার হিলের পেষনে পিষ্ট হয়ে যায়, আর আমি আনমনায় হেঁটে চলি পথ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
নাজমুল হুসাইন
অসহায় মানুষকে নিয়ে লেখা কবিতা,ভালো লাগা রইলো।
লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা
ব্যাখ্যায় লেখকের বক্তব্য
কত অন্যায় অবিচার দেখে পথ চলি। অথচ কিছুই বলতে পারি না। হয়তো পারিবারিক অথবা সামাজিক কারণে। কত কিছু করতে মন চায়, মানুষের কাজে লাগতে পারি না, কাউকে সাহায্য করতে পারি না। এ বড় কষ্টের।
০১ মার্চ - ২০১১
গল্প/কবিতা:
১৬২ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।