আলস্য ভর করেছে মনে.........

রহস্যময়ী নারী (জুলাই ২০১৬)

এই মেঘ এই রোদ্দুর
  • ১৩
  • ৭৪
বেহায়া বাতাস নিয়ে গেল উড়িয়ে নিরলস সময়
আলস্য ভর করেছে মনে - চারপাশে ক্রুর অয়োময়
ভোরের আলোয় হাঁটা সময়ে তব চোখে অযস্র ঘুম
বেঘোর আচ্ছন্নতায় হামেশা আলস্য চোখে দেয় চুম।

নিউরনে কে পেটাচ্ছে যেনো হাম্বরের আঘাতে আঘাতে
টুকরো টুকরো ব্যথা ঝরছে হঠাৎ ভাবনার ব্যাঘাতে
মানিয়ে চলা জীবন অবশেষে ঘূনে ধরা হালফিল
কি জানি কেনো পাইনা খুঁজে আর জীবনের তালমিল।

পালে বাতাস লাগিয়ে উড়ি- মনে নাও ভাসে শত শত
কত ঋদ্ধ ছিল ভাবনারা অতীতে - হৃদ গভীরে ক্ষত
উস্তন-ফুস্তন যাচ্ছে জীবন-ভুলেছি দোয়েল সময়
সহসা চুম্বকে টানে খঞ্জন ক্ষণে ভাবনারা তন্ময়।

হৃদয় জমি ক্রমেই হতে লাগছে জলহীন ঊষর
চৈত্রের খরায় জমি চৌচির - সময় হয়না দোসর!
কেউ থাকেনা আপন হয়ে জীবনের শোকমগ্ন ঘরে
অথচ সাজানো ছিল কোটি স্বপ্ন হেথায় থরে-বিথরে!

অলীক সে বল্গাঘোড়া উড়েছিল আকাশে আমায় নিয়ে
আনচান মন মোর স্বপ্ন কে-বা নিলো সহসা ছিনিয়ে!
অলস মস্তিস্ক খুঁজে ফিরে অতীতের চঞ্চলতা সেই
চেপে ধরে টুঁটি পিছু ফিরে দেখি সময়, হারাই খেই!

উত্তাল বাতাসে কত স্বপ্ন খেতো লুটোপুটি দূর্বাঘাসে
উড়িয়ে নিয়ে আসল ভবিষ্য জীবনে বেহাগ বাতাসে!
হালফিলে আচম্বিতে আলস্যতা চলে আসে নানা ঢঙে
ভাবি বসে সময়ের ওপাড়ে কাটিয়েছি কতই রঙ্গে!

আলস্য নিয়েছে কেড়ে ভোরের হাওয়া,নৈমিত্তিক কর্ম
অন্তর ফুঁড়ে ব্যথার বাঁশি বাজে- বুকে বসায় পাথর বর্ম
মিথ্যার বেসাতি বসে চারপাশে সদা মিথ্যের মহড়া
হায়! মেয়েবেলা সুখ,উচ্ছ্বাস মুহুর্ত হলেম বিহড়া!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
নাজমুছ - ছায়াদাত ( সবুজ ) সোনালি সেই দিন গুলি হারিয়ে কবির আকুতি , আবার যদি ফিরে পাই। কি আক্ষেপ জেন ভর কর তার কলমে । সুন্দর কবিতা।
এই মেঘ এই রোদ্দুর অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য ।ভাল থাকুন সর্বদা
মোহাম্মদ সানাউল্লাহ্ ছন্দময় দারুন কবিতায় আপ্লুত হলাম । শুভেচ্ছার সাথে ...রেখে গেলাম ।
এই মেঘ এই রোদ্দুর অসংখ্য ধন্যবাদ ভাইয়া ভাল থাকুন
জসীম উদ্দীন মুহম্মদ চমৎকার আবেশ পুরো কবিতার গতর জুড়ে -----!!
জলের পুত্র আমিও বলবো এখন একটু আরাম নেয়া দরকার।বেশ ভাল লাগলো
:) ধন্যবাদ ভাল থাকুন সর্বদা
শরীফ উল্লাহ বড্ড অলসে চির ধরেছে কবিতা পড়তে গিয়ে। কবিতা বড় হয়ে গেছে। ছোট লেখার জন্য অনুরোধ করবো। যাতে পাঠক পড়তে কোন প্রকার অনিহা প্রকাশ করতে না পারে। ভাল লেগেছে।
হুম ..... অনেক ধন্যবাদ ভাল থাকুন
অর্বাচীন কল্পকার সুদীর্ঘ শব্দ সংগীত!
ধন্যবাদ কষ্ট করে পড়ার জন্য :)
মোঃ কামরুল ইসলাম আমি মনে করি লেখাটা কবির কল্পলোকের বিষন্নতা, বাস্তবের নয়। আমার খুব ভালো লেগেছে।
কি জানি হতে পারে আবার নাও হতে পারে । ধন্যবাদ
সেলিনা ইসলাম বিহড়া-মানে কী?কবিতা বেশ লেগেছে আপু...! শুভকামনা রইল
বিহড়-বিচ্ছিন্ন বা পৃথক হওয়া বা করা । ধন্যবাদ আপি

০১ মার্চ - ২০১১ গল্প/কবিতা: ১৫৭ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪