পারাপার

অবহেলা (এপ্রিল ২০১৭)

মুশফিক রুবেল
  • 0
  • ৪০
বুকের ভিতর ঘুটঘুটে অন্ধকারের মতো -
ঘুমিয়ে রয়েছে অনিবার্য মৃত্যু ,
মুহূর্তেই সহস্রাব্দের ঘুম ভেঙে জেগে উঠবে আর্ত চিৎকারে ।
তবুও জলের গান হয়ে জীবন ছুটে চলে,
বহতা নদীর সাথে ।
কখনো কখনো সবুজ বনানীর মাঝে ,
জীবনের প্রতীক হয়ে নারিকেল বৃক্ষের
ছিপছিপে পাতা থেকে ,
তৈলাক্ত আলো বেয়ে পড়ে-
সুখের মতো ।
সুদূর অতীতের মতো ,
কৃষ্ণচূড়ার ডালে ডালে
আগুন ধরে থাকে মায়ার ফুল হয়ে ।
বট আর অশ্বথের ছায়ায় ,
ক্লান্ত পথিকের সাথে ঘুমিয়ে থাকে-
নির্লিপ্ত সময় ।
ঘাস ফড়িঙের চঞ্চলতায় -
চনমনে হলুদ রোদ্দুর খেলা করে ,
সবুজ ঘাসের মাঠে ,
রাঙা রাজকন্যাদের মতো ।
রঙিন প্রজাপতি আর মাছরাঙাদের ধ্যানে-
দুপুরগুলো যখন অলস হয়ে ওঠে ,
তখন সাদা-কালো ঘোড়াগুলি ছুটে চলে
কার্তিকের নবান্নের শেষে ,
পৃথিবীর অন্য প্রান্তে -
নরম ঘাসের রোদে ।
অসংখ্য ভালো লাগা গুলো চিরকাল থাকবে-
এই পৃথিবীতে ,
শালুক ফোঁটা স্বচ্ছ পানিতে
মাছেরা খেলা করবে,
এখন যেমন করে ।
নীলাম্বরীর পরনে থাকবে -
তখনও নীল শাড়ী ,
ফাগুনের মাতাল হাওয়ায় -
তখনও প্রেমের ঘুড়ি উড়বে ,
কারও মনের আকাশে ।
থাকবে নির্ঘুম নক্ষত্রের রাত ;
থাকবে না আমার ইচ্ছে গুলো
হাসি , কান্না -
রাগ কিংবা অভিমান হয়ে ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
কাজী জাহাঙ্গীর শেষ লাইনে যদি লিখতেন ‘থাকবে না আমার ইচ্ছে গুলো হাসি , কান্নায় ভরা তোমার অবহেলা হয়ে’ । তাহলে কবিতায় নির্ধারিত বিষয়টাও ফাটাফাটি ভাবে খাপ খেয়ে যেতো। তবুও বলব উপমার বন্যায় ভাসিয়ে দিয়েছেন কবিতার ভেলা। অব্যাহত থাকুক নিরন্তর এই পথচলা। অনেক শুভকামনা, ভোট আর আমার পাতায় আমন্ত্রণ।
মোঃ নুরেআলম সিদ্দিকী বেশ তো! দারুন হয়েছে। ভালো লাগলো। ভোট দিলাম। শুভকামনা ও আমার পাতায় আমন্ত্রণ রইলো

০১ মার্চ - ২০১১ গল্প/কবিতা: ৭ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪