এই আমি

আমি (নভেম্বর ২০১৩)

সৌরভ শুভ (কৌশিক )
  • ৬২
আজ সারাদিন ভাবছি বসে
গাঁয়ের নদীর ধারটি ঘেঁষে
এই আমি কি সেই আমি,
পাইনা জবাব ভেবে ভেবে
তবুও জবাব পেতে হবে
তুচ্ছ থেকে কেমনে হলাম দামী।

গরীব ঘরে জন্ম নিয়ে
সত্য, ন্যায়ে বড় হয়ে
পদে পদে পেলাম শুধু বাঁধা,
পাড়ার সবাই বলতো ভালো
জ্বালাবে দেখো দেশের আলো
কৃষ্ণ আমি পেলাম নাকো রাঁধা।

অর্থ, মামা, চাচা বিহীন
চাকরী যেনো সোনার হরিণ
সন্ত্রাসীতে জড়িয়ে পড়ে শেষে,
পাড়ার ভালো ছেলেটি আজ
করছে দেখো অনৈতিক কাজ
দু’একটি বার জেলেও সে যে গেছে ।

ক্ষমতা, অর্থ সবই আছে
তাই ছেলেটি সবার কাছে
আজ হয়েছে অনেক বেশী দামী,
দিনের শেষে রাত্রি এলে
পুরো শহর ঘুমিয়ে গেলে
বুঝতে পারি কত অসহায় আমি।।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মনতোষ চন্দ্র দাশ ভাল লেগেছে শুভেচ্ছা রইল।
আলমগীর সরকার লিটন কবিতাটা বেশ হয়েছে --------
সূর্য কাহিনী কাব্য সুন্দর ছন্দে বেশ ভালো হয়েছে। নিজের ভেতরটাকে নিজে যতটা অনুভব করা যায় অন্যরা ততটা কখনোই করতে পারে না। সবাইতো শুধু বাইরেটাই দেখে। ভালো লেগেছে
জাকিয়া জেসমিন যূথী অনেক অনেক অনেক সুন্দর একটি কবিতা। ভাবলাম সর্বোচ্চ আসনেই আপনাকে ভোট দেবো। ভোট দিতে গিয়ে দেখি, ভোট বন্ধ। কারণ-আপনি আসলেই একজন সেরা লেখিয়ে। শ্রদ্ধা ও শুভেচ্ছা রইলো।
ঘাস ফুল গরীব ঘরে জন্ম নিয়ে সত্য, ন্যায়ে বড় হয়ে পদে পদে পেলাম শুধু বাঁধা, পাড়ার সবাই বলতো ভালো জ্বালাবে দেখো দেশের আলো কৃষ্ণ আমি পেলাম নাকো রাঁধা। ;; এত সুন্দর ছন্দময় পয়ার পড়ে মুগ্ধ হলাম। কৌশিক কে ধন্যবাদ।
হিমেল চৌধুরী দিনের শেষে রাত্রি এলে পুরো শহর ঘুমিয়ে গেলে বুঝতে পারি কত অসহায় আমি।। ....... হা আমাদের সামাজ ও পারিপার্শিকতার কারণে মাঝে মাঝে নিজেকে খুব অসহায় মনে হয়। অনেক সুন্দর লিখেছেন।
এফ, আই , জুয়েল # অনেক সুন্দর ও মনোরম একটি কবিতা ।।

২১ জানুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ৪৩ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪