চিরচেনা সেই গাঁ

গ্রাম-বাংলা (নভেম্বর ২০১১)

সৌরভ শুভ (কৌশিক )
  • ৪৩
  • 0
  • ৫৬
আমার দেশের আমার গাঁয়ের আমার চাষার ছেলে
দূর দেশেতে থাকে আজি প্রিয় গাঁকে ফেলে।

সেই গাঁ আজ বদলে গেছে নেইকো আগের মত
লেখক কবির বর্ণণাতে সুন্দর ছিল যত।

গ্রীস্মকালে টং এ বসে আড্ডা হতো কত
টিভি দেখে কাটছে সময়, সেটা হয়েছে গত।

বৃষ্টির জলে বন্ধুরা মিলে হত যে কত খেলা
বড়শি দিয়ে মাছ ধরতে কেটে যেত যে বেলা।

আমিনা এখন স্কুলে যায় আনতে হয় না গরু
আগের মত হয়না উৎসব হেমন্ত হলে শুরু।

সন্ধ্যা হলে ঝিঁ ঝিঁ পোকা কিংবা পেঁচার ডাক
যায়না েশোনা চুড়িওয়ালা,বেঁদেবেদেনির হাঁক।

জল আনতে খুকু , বধু যায়না পুকুর ঘাটে
হয়না খেলা কাবাডি, বল নকশী কাঁথার মাঠে।

বিশ্বকবির ছোট নদী চলে না বাঁকে বাঁকে
ঘুম ভাঙ্গেনা সকালে আর পাখপাখালীর ডাকে।

পল্লীকবির রসুলপুরের ভেন্না পাতার ঘর
ইটের দালান উঠছে গাঁয়ে হচ্ছে সবাই পর।

যাত্রা পালা যায় না দেখা রাত্রি হলে পরে
ইন্টারনেট দিচ্ছি উঁকি স্যাটেলাইট আজ ঘরে।

রাত্রি হলে গা ছমছম অাঁধার ভরা গাঁ
ভয় জাগানো সেই গাঁ এখন খুঁজে পাবেনা।

রাত্রি বেলা সেথায় এখন বিজলী বাতি জ্বলে
কৃষাণ কৃষাণি বৃদ্ধ যুবা মুঠোফোনে কথা বলে।

গায়ের মেঠো পথটি আজ হয়ে গেছে পাকা
গরুর গাড়ি নয়কো সেথা চলে মোটর চাকা।

আধুনিক সব সুযোগ সুবিধা পৌছে গেছে গাঁয়
মিষ্টি মধুর গাঁয়ের মজা আর কি পাওয়া যায় !

তাইতো আমি পাইনা খুঁজে চিরচেনা সেই গাঁ
তবুও সময় সুযোগ পেলে গ্রামে ছুটে যা।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
সৌরভ শুভ (কৌশিক ) কষ্ট করে ,ধৈর্য ধরে ,পড়েছ লেখা যারা / ভুল ধরিয়ে দিয়েছ আমায় ,সত্যি মহৎ তারা /
faisal মুটামুটি
Abu Sayed (Sajib) ভালো লিখেছেন
বিষণ্ন সুমন যুগ্য ছড়াকারের সুন্দর ছন্দবদ্ধ কবিতা । ভালো লাগলো ।
মামুন আবদুল্লাহ অসাধারণ লিখেছেন, কিন্তু ভোটিং বন্ধ রেখেছেন কেন ভাই?
হোসেন মোশাররফ বেশ লাগল .......
তানভীর আহমেদ সুন্দর কবিতা। সুক্ষ্ম দৃষ্টির পরিচয় রয়েছে কবিতাটিতে। পূর্ববর্তী কবিদের দৃষ্টিগ্রাহ্য ব্যাপারগুলোকে বর্তমানের মানদন্ডে মাপা হয়েছে। চমৎকার। দৃষ্টি আকর্ষণ : বর্ণণাতে=বর্ণনাতে, গ্রীস্মকালে=গ্রীষ্মকালে।
মোঃ শামছুল আরেফিন নস্টালজিয়ায় ভুগতে হয় এমন সৃতিচারণমুলক কবিতা। সেই সাথে তুলে এনেছেন আগের গ্রাম বাংলার সাথে বর্তমানের তুলনা। ভাল লেগে গেল অনেক। তবে আমারো মনে পড়ে গেল কিছু মধুর সৃতি।
এস, এম, ফজলুল হাসান গায়ের মেঠো পথটি আজ হয়ে গেছে পাকা গরুর গাড়ি নয়কো সেথা চলে মোটর চাকা। --- ভালো লাগলো কবিতাটি | এই লেখায় ভোটিং বন্ধ রাখা হয়েছে কেন ?
মনির মুকুল সুন্দর করে গ্রামের বর্ণনা আঁকা হলেও কবিতা হিসেবে গতিময় শব্দের যতটুকু প্রয়োজন ছিল তা পুরণ হয়নি। লেখার হাত ভালো। একটুখানি মনোযোগি হলে লেখাটা আরো সুন্দর হয়ে উঠতো।

২১ জানুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ৪৩ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ভালবাসা”
কবিতার বিষয় "ভালবাসা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারী,২০২৫