আমার বাবা আমার কাছে খুবই প্রিয়জন হৃদয় মাঝে বাবা হলো বড় আপনজন । বাবা মানে মাথার ওপর শীতল কমল ছায়া, বুকের মাঝে লুকিয়ে রাখে আদর আর মায়া ।
বাবা আমায় দেখাত যে সত্য পথের আলো বাবা আমায় বুঝিয়ে দিতো মন্দ আর ভালো । দেখলে বিপদ ঝাপিয়ে পরে আমার প্রিয় বাবা আসুক যত ঝড় বাদল কিংবা কালো থাবা ।
আজ তুমি নেই তবু আছো এই না গহীন মনে তোমার কথা মনে করে অশ্রু চোখের কোনে । খুব সকালে ঘুম ভাঙ্গাতে আদর করে মাথায় সেগুলো তো সৃতি শুধু এখন মনের পাতায় । আজও আমার মনে পরে হাতটি তোমার ধরে ঘর ছেড়ে বেরিয়ে যেতাম কত শত ভোরে ।
তোমার শাসন তোমার বারণ তোমার ভালবাসা পাইনা খুঁজে হাতরে বেড়ায় মনে হতাশা । শুনি না তো বাবা তোমার সেই না দরাজ গলা দেখি না তো বাবা তোমার সেই না ছুটে চলা । এখন আমি খুজি তোমায় ওই আকাশের তারায় দিন হলে ভাঙ্গি আবার রাত্রি হলে গড়াই ।
আজ অবেলায় ছুটে আসি মন নদীটির কূলে অশ্রু চোখে তোমার ছবি ওঠে শুধু দুলে । হইনি বলা যে কথাটি আজ শুনে নাও বাবা ভালবাসি তোমায় আমি,আমার প্রিয় বাবা ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
খন্দকার নাহিদ হোসেন
বলতেই হচ্ছে আপনার আগের যে কোন লেখার চেয়ে এ লেখাটি বেশি সুন্দর...। আর আবেগ সুন্দর ফুটেছে...। যদিও বানান জ্বালাল ও সেই সাথে কবিতায় আর একটু কারুকাজ হোক।
রুহুল আমীন রাজু
কবিতাটি পড়ে আমার বাবার কথা খুব মনে পড়ে গেল ...........ধন্যবাদ সুন্দর একটি কবিতা লেখার জন্য .আমার লেখা 'আলোয় অন্ধকার 'গল্পটি পড়ার আমন্ত্রণ রইলো.
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।