মুক্তির খোঁজে

মুক্তির চেতনা (মার্চ ২০১২)

মাহ্ফুজা নাহার তুলি
  • ৫৭
  • ১৩
মাঠ-ঘাট পেরিয়ে,খাল-বিল ছাড়িয়ে
চলেছি মুক্তির টানে।
ভয়-ভীতি তাড়িয়ে,দ্বিধা-ব্যথা ভুলিয়ে,
চলেছি মুক্তির পানে ।

কারে বলে মুক্তি,কিবা তার যুক্তি?
প্রশ্ন কর যদি,নাই কোনো উক্তি ।
এই কথা ভেবে তাই,আনমনে ছুটে যাই
চিত্কার করে বলি মুক্তি চাই,মুক্তি চাই ।

স্বাধীন দেশের স্বাধীন জাতি,মুক্তি নিয়ে কান্না-কাটি,
আপন পরান নিয়ে দেখো,যে যার পথে যাচ্ছে হাটি ।
মুক্ত যদি হব মোরা,তবে কেন এত অভাব
ভীন দেশী সব বরণ করি,এটা কেমন স্বভাব ।

মুক্ত করতে বাংলা ভাষা ,জীবন দিল যে জাতি,
সেই ভাষাতে নিজ হাতে,আমরা কেন কালি মাখি ।

স্বাধীন করতে দেশটাকে,বিলিয়ে দিল প্রাণটাকে,
মুক্তির চেতনায়,তুচ্ছ করে জানটাকে ।
মুক্ত হলো সোনার বাংলা নয় মাসের চেষ্টায়
যায়নি সরে কালো থাবা,আজও আছে দেশটায় ।

মুক্ত বাংলায় আজ দেখো,ভাই মারে ভাইটাকে ,
কি মুক্তি পেলাম বলো,আমরা স্বাধীন দেশটাতে?

মুক্ত যে ওই নীল আকাশ,মুক্ত হলো বাতাস,
মনের কাছে বন্দী সবাই,মনে-মনে হতাশ ।
স্বাধীন দেশের পতাকায়,মুক্তি আছে চেতনা নাই
হিংসা আর লুটপাটে ভরে আছে দেশটায়।
মুক্ত হবার নামে দেখো ছুটছে কে কার আগে
মুখ্শধারী মানুষগুলো সাজলো কেমন সাজে।
মুক্তি সেতো ধনীলোকের,তাদের হাতের কব্জায়
গরিব সেতো বন্দী পাখি,শিকল পরা খাঁচায়।
অন্যায় আর অবিচারে এই না ভরা দেশটায়
চেতনা ভাই কেমনে রবে,মুক্তির তো দেখা নাই ।
এটাই যদি মুক্তি হবে,বল মুক্তির মঞ্চ
বলব আমি মিথ্যে সবই,করছো শুধু রঙ্গ ।

মুক্তি পেতে এসব থকে,আর একটি চাই লড়াই
দুমড়ে-মুচড়ে এসো সবাই দেশটি আবার গড়াই।

সাঝের বেলায় ক্লান্ত শরীর,বুজে আসে দুচোখ
পেলাম নাতো কারো কাছে মুক্তিটারী খোঁজ ।
মুক্তির চেতনায়,কত শত ভাবনায়
ফিরে এলাম হেথায়,ছিলাম আমি যেথায় ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
সাদিক ইসলাম দেশের প্রতি ভালবাসা ফুটে উঠেছে। শুভ কামনা।
ভালো লাগেনি ১৩ জানুয়ারী, ২০১৮
মুহাম্মাদ আমানুল্লাহ শুভেচ্ছা নিন। কয়েকটি বানান ভুলের কারণে লেখাটি শেষ পর্যন্ত ধরে রাখতে পারলনা। যেমন-মুখ্শধারী,সাঝের ইত্যাদি। সমকালীন আধুনিক বাংলায় হেথায়/যেথায় একেবারে অচল। ধন্যবাদ।
মৃন্ময় মিজান বেশ ভাল লাগল। সুন্দর।
ধন্যবাদ আপনাকে..................
পারভেজ রূপক সুন্দর মুক্তির চেতনা।
অনেক ...অনেক....ধন্যবাদ আপনাকে............
রনীল কবিতায় মুক্তির জন্য আক্ষেপটুকু পাঠককে স্পর্শ করবে... ছন্দ, মাত্রার ব্যাপারে আরো যত্নবান হতে হবে...
আপনার উপদেশ মনে রাখব.............ধন্যবাদ.....
ভূঁইয়া মোহাম্মদ ইফতেখার কবিতার মূলভাবটা সবচেয়ে ভালো লেগেছে। তবে ছন্দ নিয়ে বোধহয় আরেকটু কাজ করা যেত, আপু। শুভেচ্ছা নিরন্তর।
সামনে মনে রাখব..................ধন্যবাদ আপনাকে............
শেখ একেএম জাকারিয়া ভাললাগল বোন আপনার কবিতাটি পড়ে।
ধন্যবাদ আপনাকে...............
মোঃ জামান হোসেন N/A মুক্তি পেতে এসব থকে,আর একটি চাই লড়াই দুমড়ে-মুচড়ে এসো সবাই দেশটি আবার গড়াই। ভাল লাগলো...। অনেক সুন্দর লিখেছেন।
ভালো লাগার জন্য অনেক ধন্যবাদ....................
শিশির সিক্ত পল্লব সাঝের বেলায় ক্লান্ত শরীর,বুজে আসে দুচোখ পেলাম নাতো কারো কাছে মুক্তিটারী খোঁজ.......খুব সুন্দর লাগল....চালিয়ে যান......শুভ কামনা রইল
ভালো লাগার জন্য আপনাকে অনেক ধন্যবাদ.................
রোদেলা শিশির (লাইজু মনি ) বাহ .... ! চমত্কার ভাবনা ..... '' ফিরে এলাম হেথায় ...ছিলাম আমি যেথায় ..''
ভালো লাগার জন্য ধন্যবাদ...

০১ মার্চ - ২০১১ গল্প/কবিতা: ২১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪