এসো বন্ধু হই

বন্ধু (জুলাই ২০১১)

দীপক সাহা
  • ৬৯
  • 0
  • ১২১
সজনের ডালে বসে এক পাখি
আমায় বলেছে ডেকে-
তুমি আছ এই মন জুড়ে তাই
সখা হলে আজ থেকে।

নরম আলো গায়ে মেখে বলে
গোলাপের কচি ডাল,
আজ থেকে তুমি বন্ধু আমার
মনে রবে চিরকাল।

মজা নদীটার ছোট এক মাছ
টুপ করে ভেসে ওঠে
আমায় বলে 'এসো হে বন্ধু'
হাসি মাখা ওই ঠোঁটে।

লতা ঝোপ ঝাড় কত সব প্রাণী
সকলেই ডেকে বলে-
সমব্যথী তুমি তাই আজ থেকে
আমাদের সখা হলে।

আমি শুধু এই মন প্রাণ দিয়ে
তাদের বেদনা শিখি
তাদের ভাষা অনুবাদ করে
ছড়া কবিতায় লিখি।

এসো হে সবার ভাষা শিখে নিই
এসো হাতে হাত ধরি
একে অপরের বন্ধু হয়েই
স্বর্গ রচনা করি।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
তানভীর আহমেদ খুব সুন্দর হয়েছে। অন্ত্যমিলে ক্ষেত্রে অসাধারণ। মাত্রা পতন নেই বললেই চলে। ভাব ও ভাষায় ভালোভাবেই উত্তীর্ণ।
AMINA অ-সা-ধা-র-ন !!! তাই অসাধারন নম্বর পেলেন।
দীপক সাহা রোহান শিহাব, অনুপ্রেরণা পেলাম। লেখাটি পড়ার জন্য ধন্যবাদ।
দীপক সাহা সূর্যসেন রায় কালপলক, ছোট্ট বন্ধু তোমার কথা আমাকে উৎসাহিত করলো। ধন্যবাদ।
রোহান শিহাব অসাধারণ একটা কবিতা । ছন্দের সুন্দর মিশেল কবিতাকে জাগিয়ে তুলেছে । পছন্দ করলাম ।
সূর্যসেন রায় সহজ শব্দে ভাষায় কোন জটিলতা ছাড়াই কবিতাটি তে অনেক কিছু উঠে এসেছে ।ভাল লাগল....শুভ কামনা রইল....
দীপক সাহা স্বপ্নীল, কবিতাটি পড়িবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরও ভলো করিবার নিরন্তর চেষ্টা করিতেছি। আপনাদের গঠনমূলক সমালোচনা নিশ্চয়ই আমার এই চেষ্টাকে সার্থক করিবে। আপনার মতামত আমাকে উৎসাহিত করিল।
স্বপ্নীল তরুতাজা কবিতা। পড়িয়া মন্দ লাগিল না। আরো ভালো করতে হবে(১)
দীপক সাহা রওশন জাহান, আমার কবিতাটি পড়েছেন - খুব ভাল লাগছে। ধন্যবাদ ভাই।
রওশন জাহান সুন্দর লিখেছেন .

২৮ ফেব্রুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ১৯ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ভালবাসা”
কবিতার বিষয় "ভালবাসা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারী,২০২৫