গ্রাম বাংলার স্মৃতি

গ্রাম-বাংলা (নভেম্বর ২০১১)

ডেইজি আশরাফ
  • ২৭
  • 0
  • ৫০
আহা মাটির দাওয়ায় পিদিম জ্বেলে
শীতের রাতে পিঠে খাওয়া
নদীর ধারে হেটে হেটে
মায়ের রৌদ্র গায়ে নেয়া।
সে সব কথা মনে পড়লেই
খাঁ খাঁ করে এই বুক
হয় যেন আমার এক
মন উদাস করা অসুখ।
মুরুব্বীদের কোলে বসে
চাদরে ঢেকে গা
যেন মনে হতো আমাকে
কানা বগীর ছা।
চুলোর ধারে আগুন পোহাতে
কি যে সুখ লাগতো
হুড়োহুড়ি মা বকলো
মধুর হয়ে কানে বাজতো
একে একে সবাই বড় হলাম
কে কোথায় যে ছড়িয়ে গেলাম
সমস্ত সুখ নিমেষে গ্রামে
যেন ফেলে এলাম।
এখন আমার মাকে দেখি না
আগের মত পিঠে বানাতে
সেই বয়স ও নাই মায়ের
দু'চোখ বন্ধ তার ছানিতে।
কত মুরুব্বীরা মারা গেছেন
কত সাথীরা গেছে হারিয়ে
এখনো গ্রামে গেলে গেলে দেয় না তো কেউ
ভালবাসার হাত বাড়িয়ে।
তবুও এখনো শীত আসলে
গ্রামের কথা মনে পড়ে
তাদের কাছে যেতে মন
কেমন জানি করে।
আজো যদি দাড়াই কখনো
গ্রামের পথের পরে
হুহু করে উঠে মনটা
দু চোখ অশ্রু ঝরে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
সোহেল মাহরুফ ভাল লাগলো।
নিরব নিশাচর ভালো লিখেছেন আপু... আমাদের সকলের প্রতি একটু চোখ বুলায়ে আসবেন... খুশি হব...
তানভীর আহমেদ চমৎকার। খুবই ভালো লাগল। নিজস্ব ভাবনার আঙ্গিকে তুলে ধরা হয়েছে কবিতার বিষয়বস্তু। শুভকামনা শ্রদ্ধেয় কবিকে।
নিলাঞ্জনা নীল খুব ভালো হয়েছে কবিতা........
মহিউদ্দিন হাছান আজো যদি দাড়াই কখনো গ্রামের পথের পরে হুহু করে উঠে মনটা দু চোখ অশ্রু ঝরে। আকুলতা খুব ভালো লাগলো।
নিনা অনেক সুন্দর কবিতা >
বিষণ্ন সুমন একরাশ আবেগের ছড়াছড়ি পেলাম আপনার কবিতায় । তবে এর অন্তরালে আপনার একটা গুমোট কান্নার আবেশ পেলাম যা আমার মনকেও ভিজিয়ে দিল। অনেক ভালো লিখেছেন ।
পাঁচ হাজার স্মৃতিকাতরতা ভাল লাগছে/ তবে কবিতার ভাবটা একটু কম
মামুন ম. আজিজ ভাল হয়েছে বেশ।

২৬ ফেব্রুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ৩১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ভালবাসা”
কবিতার বিষয় "ভালবাসা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারী,২০২৫