একজন আমি

দেশপ্রেম (ডিসেম্বর ২০১১)

খন্দকার নাহিদ হোসেন
  • ৬০
  • ৩৫
ইস্টিশনঃ
মিছিলের আবেগ যে জানে না তার কবিজন্ম বৃথা?
এই প্রশ্ন করেও আমি কখনো দেশপ্রেম ইস্টিশনে
নামি নি। দূর থেকে শুধু অনেক মানুষ দেখেছি-
হাপিত্তিসের আওয়াজ শুনে চেনামুখ খুঁজেছি;
তবু আমার নামা হয় নি। অথচ চোখ ঝেঁপে
নামা আউলানো বৃষ্টি জানে- এমনতরো স্বপ্নে
কী পিপাসা নিয়ে আমি জেগে উঠি।

খোয়াবনামাঃ
সকালে খোয়াবনামায় আন্তঃনগর ট্রেনের মানে খুঁজি
দিনভর আয়ু পুড়াই মোহন জীবনের-সময় গড়ায়;
জানি প্রেম থাকলে অভিমান থাকে-আচ্ছন্নক্ষণে
মন চায় মিছিলে মিছিলে বদলে দেই দেশ
পুড়িয়ে দেই নেতাদের ঘরের ছিনালপনা গ্রন্থ
তাতে শেষমেশ মাপকাঠিতে কেউ মনে না রাখলে
না রাখুক। দেহ সাক্ষী-মাটি কাউকে ভোলে না।

আমিঃ
হারিয়ে যাওয়া মানুষের জন্য আজো আমরা কাঁদি
কিছু মানুষ হারাবে বলে জেগে থাকে প্রেমে
কাউকে না কাউকে তো এসব লিখতে হবে নাকি?
এই প্রশ্ন করেই সহযাত্রী টান মারে হাতে;
আমি বাহানা ধরি অজুহাত দেই আজ-কাল-পরশুর
জীবন চলে-মোহন সময়; তবু এক একদিন অস্থিরতায়
সকালে খোয়াবনামায় আন্তঃনগর ট্রেনের মানে খুঁজি।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
খন্দকার নাহিদ হোসেন সবাই অনেক ভালোবাসা এ কবিতার প্রতি দেখিয়েছে আর তাই একযোগে সবাইকে অনেক ধন্যবাদ। তারপরও আমি এ কবিতাটি লিখে খুশি হতে পারি নি। কারণ একদম সময় পাই নি। তো মনে হয়েছে দু এক জাগায় আর একটু ভালো হতে পারতো। যেমন- সহযাত্রী নামে একটা প্যারা করতে চেয়েছিলাম কিংবা কান্নার উপমার মতো আর দু একটা উপমা যদি এই কবিতায় দিতে পারতাম! যাইহোক, সবাই অনেক ভালো থাকুন।
জুয়েল দেব আমারও ইচ্ছে করে মিছিলে মিছিলে বদলে দেই এই দেশ। কিন্তু আমি তো আপনার মত এত সুন্দর লিখতে পারি না। কী পরিমাণ ভালো লিখেছেন আপনি জানেন?
মনির খলজি নাহিদ ভাই, সবার প্রশংসার মন্তব্য পড়ে মনে হয় আহলেই ভালো কিছু সৃষ্টি করেছেন ....কিন্তু আমার কাছে কিছু জায়গায় দুর্বোধ্য মনে হয়েছে ...বেশ কঠিন ভাবধারা .আরো দুএকবার পড়লে হয়ত বুঝতে পারব...তারপর আপনার জন্য ভালবাসা আর শুভকামনা রইল ..আর
ভূঁইয়া মোহাম্মদ ইফতেখার নাহিদ ভাই, গল্প যত সহজে বুঝি কবিতা তত সহজে নয়। তবে মূলভাবটি বোধহয় ধরতে পেরেছি। তাই খুব ভালো লেগেছে।
সৌরভ শুভ (কৌশিক ) একজন আমি ,লেখাটি দামী /
দীপক সাহা "তবু এক একদিন অস্থিরতায়/ সকালে খোয়াবনামায় আন্তঃনগর ট্রেনের মানে খুঁজি।"...খুব ভাল লাগল। অনেক ভালবাসা রইল কবি।
সুমননাহার (সুমি ) অনেক সুন্দর কবিতা টি পরে আমি হারিয়ে গেলাম.
প্রজাপতি মন খোয়াবনামাঃ সকালে খোয়াবনামায় আন্তঃনগর ট্রেনের মানে খুঁজি দিনভর আয়ু পুড়াই মোহন জীবনের-সময় গড়ায়; জানি প্রেম থাকলে অভিমান থাকে-আচ্ছন্নক্ষণে মন চায় মিছিলে মিছিলে বদলে দেই দেশ পুড়িয়ে দেই নেতাদের ঘরের ছিনালপনা গ্রন্থ তাতে শেষমেশ মাপকাঠিতে কেউ মনে না রাখলে না রাখুক। দেহ সাক্ষী-মাটি কাউকে ভোলে না। পুরো কবিতার প্রতিটি লাইনই অসম্ভব সুন্দর!! আবারও বিজয়ী হবে এই প্রত্যাশা রইলো। অনেক অনেক শুভকামনা।
এস কে পরশ অসাধারন লিখেছেন । শুভ কামনা রইলো...
রফিকুজ্জামান রণি কলম যেন বন্ড না হয় ভাই

২৩ ফেব্রুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ৩২ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪