যাবজ্জীবন

কষ্ট (জুন ২০১১)

খন্দকার নাহিদ হোসেন
  • ২৮
  • 0
  • ৮৩
শ্রাবণে নাও ডুবে যায়
চেনা ঘাট স্মৃতিতে পিচ্ছিল
রক্তের রেখা বড়ই কাটায়
গাঙে জলের ঢেউয়ে ঢিল।

ডোবা ভাসা জীবনের ভিতর
কথার বুদ্বুদে ভালোবাসার বুলি
বুকের চরে খড়বিচালির ঘর
মাটির পায়ে মানায় চান্দ্রধুলি?

এভাবে হাতড়ে খুঁজি আমায়
ছিঁড়েখুঁড়েই যদি মোরে পাই
ভার্টিক্যাল দাঁড়িয়ে থাকে ঠায়
কাছের মানুষ স্বপ্নের ছাই।

উঠান উপচানো শিউলি জানে
ঝরা অশ্রুর ভেজা গান
সব ফোঁপানির একই মানে
কোন তন্ত্রীতে পড়ে টান?

চোখের কাজলে নোনা উত্তাপ
ব্যস্ত সময় শূন্যপুরীর ব্যস্ততায়
বিরহ নয় কষ্টের ধাপ
বরং বিশ্বাসের আঁকা লজ্জায়।

হাতে পাখির ভাঙা পালক
পাখি কি একলা কাঁদে?
লেবুর কাটায় লেবুর টক
জীবন জানায় যাবজ্জীবন আঘাতে।

আজন্ম বড় হতে চাওয়া
প্রিয় নীল ডুমো মাছি
প্রেম মানে নিঃসঙ্গ হাওয়া
বড় হয়ে বেশ আছি!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
খন্দকার নাহিদ হোসেন হ্যাঁ, বানান টা ভুল হয়ে গেছে। কাঁটায় চন্দ্রবিন্দু টা আসেনি। আর 'য়' ঠিক-ই থাকবে। আমিনা, আপনি আবার মন্তব্য করায় আপনাকে ধন্যবাদ। আপনারা পাশে আছেন জেনে সবসম-ই ভালো লাগে। আপনার মঙ্গল কামনা করে শেষ করছি।
AMINA ও !!এখন বুঝেছি! বানান ভুলের কারনে তাহলে বুঝতে পেরেছিলাম না।`বড়ই কাটায়'-এর প্রকৃত বানান হবে--`বরই কাঁটাই'।ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দেওয়ায় আপনাকে অসংখ্য ধণ্যবাদ। আপনিও ভাল থাকুন।
খন্দকার নাহিদ হোসেন নীল ডুমো মাছি- গ্রামে হয়তো দেখতে পাবেন। যখন উড়ে তখন ফরফর করে আওয়াজ হয় আর ছেলেবেলায় ধরতে পারতামনা বলে এক ধরনের মুগ্ধতা কাজ করতো আর তাই প্রিয় লিখেছি। ভালো থাকবেন আর ধন্যবাদ।
খন্দকার নাহিদ হোসেন `রক্তের রেখা বড়ই কাটায়'- এ লাইনটি দিয়ে ছোট বেলাকে ধরতে চেষ্টা করেছি। ছোটবেলায় বড়ই পারতে যেয়ে কারো হাত কাটেনি এমন মানুষ হয়তো কম ই আছে। আর যখন চুরি করে পারতে হতো.........! আর সবকিছু মনে পরছিল এক শ্রাবণে। ভালো থাকবেন আমিনা।
Akther Hossain (আকাশ) হাতে পাখির ভাঙা পালক পাখি কি একলা কাঁদে? লেবুর কাটায় লেবুর টক জীবন জানায় যাবজ্জীবন আঘাতে। ///////////// ভালই লাগলো তবে ///////// প্রিয় নীল ডুমো মাছি / অর্থ কি? জানাবেন ধন্যবাদ
AMINA `রক্তের রেখা বড়ই কাটায়'--এই লাইনটার মানে বুঝিনি।
খন্দকার নাহিদ হোসেন আজিজ ভাই, হলো।১০০ বার হলো! কেন জানি সবাই আমার এই কবিতাটি-ই সবচেয়ে কম পড়ছে অথচ কি মমতা দিয়েই না কবিতাটি লিখছিলাম। ভালো থাকবেন আর অনেক ধন্যবাদ।
মামুন ম. আজিজ এই ছেলেটা সত্যি একদম কবির মতই লেখে। লিখবেই তো, এ ব্যাটা যে কবিই। .............মন্তব্য পছন্দ হলো?
খন্দকার নাহিদ হোসেন দেহলভি ভাই, আমন্ত্রণ কিসের তা কিন্তু বুঝলাম না! আপনার ভালো লেগেছে জেনে আমি খুশি। ভালো থাকবেন।
উপকুল দেহলভি উঠান উপচানো শিউলি জানে ঝরা অশ্রুর ভেজা গান সব ফোঁপানির একই মানে কোন তন্ত্রীতে পড়ে টান? কবিতাটি অসাধারণ ভালো হয়েছে; আপনাকে আমন্ত্রণ ;

২৩ ফেব্রুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ৩২ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪