হতাশার ডানা

হতাশা (অক্টোবর ২০২৫)

RABEYA ASAD NUHA
  • 0
  • 0
রাত শেষ হলে কী হবে আমার?
কী হবে আমার সকালের আলোয়?
আমি তো ভেবেছিলাম একদিন—
উড়ে যাবো মুক্ত পাখির মতো আকাশের নীলে।

কিন্তু হতাশা আমাকে হতে দিলো না,
দিলো না উড়ার অনুমতি।
ভেঙে দিলো স্বপ্নের ডানা,
চেপে ধরলো ইচ্ছের আগুন।

আমি তো ভেবেছিলাম দক্ষিণা হাওয়ায়
ভেসে যাবো দূর দিগন্তে—
কিন্তু সেই হাওয়া এলেও
আমায় ছুঁতে পারলো না কখনো।

হতাশা শুধু শিকল পরিয়ে দিলো,
আমার আকাশ কেড়ে নিলো,
তবু হৃদয়ের গভীরে রয়ে গেলো
এক মুঠো আলো—
যা একদিন
হয়তো সত্যিই খুলে দেবে ডানা।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

*হতাশার ডানা* হলো একটি অনুভূতিপূর্ণ কবিতা যা ব্যক্তির ভেতরের দুঃখ, সীমাবদ্ধতা এবং আশা নিয়ে লেখা। কবিতার শুরুতেই রাত ও অন্ধকারের ইমেজ দিয়ে পাঠকের মনোযোগ আকর্ষণ করা হয়েছে, যেখানে লিঙ্ক রয়েছে ব্যক্তির প্রশ্নের সঙ্গে—“রাত শেষ হলে কী হবে আমার?”। লেখক ভেতরের সংগ্রামের কথা প্রকাশ করেছেন, যেখানে সে ভেবেছিলো মুক্ত আকাশে উড়ে যাবে, স্বাধীন পাখির মতো, কিন্তু বাস্তবতা তাকে আটকিয়েছে। কবিতার মূল উপজীব্য হলো **হতাশা**, যা চরিত্রকে তার স্বপ্ন এবং ইচ্ছার দিকে এগোতে বাধা দিয়েছে। ডানার ইমেজ ব্যবহার করে লেখা হয়েছে, যা পাঠককে ভেতরের আবেগের সঙ্গে সংযুক্ত করে। দক্ষিণা হাওয়ার উদাহরণ দিয়ে ভর করে কবিতা, যা স্বাধীনতা এবং আশার প্রতীক। পাঠক অনুভব করতে পারে, কতটা মনোবেদনা এবং সীমাবদ্ধতার মধ্যে থেকে ভেতরের আলো উঁকি দিচ্ছে। লেখক ছোট শব্দের মধ্যে গভীর অনুভূতি ফুটিয়ে তুলেছেন। হতাশার শিকল এবং স্বপ্নের ডানার মধ্যে যে দ্বন্দ্ব তা সুন্দরভাবে ফুটে উঠেছে। শেষ অংশে একটি ক্ষুদ্র আশা থেকে পাঠককে শক্তি এবং প্রেরণা দেওয়া হয়—যদিও বাস্তবে হতাশা আছে, কিন্তু ভেতরের আলো একদিন ডানা খুলে মুক্তি দিতে পারে। এই কবিতাটি পাঠকের মনে প্রতিফলিত করে যে, জীবনে হতাশা আসে, কিন্তু তা কখনো পুরোপুরি ডানা ভেঙে দিতে পারে না। এটি হলো মানবিক অনুভূতির এক চমৎকার প্রকাশ এবং যুবক/কিশোরদের জন্য অনুপ্রেরণামূলক।

১৮ সেপ্টেম্বর - ২০২৫ গল্প/কবিতা: ১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "আতঙ্ক”
কবিতার বিষয় "আতঙ্ক”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ অক্টোবর,২০২৫