আতঙ্কের ক্ষয়িষ্ণু প্রহর

আতঙ্ক (নভেম্বর ২০২৫)

Jannatul ferdausi
  • 0
  • ৩২
দেয়ালের মাঝে আঁধার ঘনাচ্ছে,
নিঃশব্দে ছড়িয়ে পড়ছে আতঙ্কের দোলাচল।
আতঙ্কের প্রহর কতদিন চলবে নির্বাক?

আলো হারিয়েছে পথ, নেই কোনো চিহ্ন।
নীরব হাওয়া কাঁপিয়ে দেয় ভীতিকর শব্দ,
ছায়ার ভেতর লুকানো অজানা চোখের নজর।
বিষণ্ণতার স্রোতে বয়ে চলে ধ্বংসের ছায়া,
নির্জন বিকেলের নিঃশ্বাসে গলছে মনের আঁধার।
সময় শুধু ক্ষয় — কেবলই অবসাদে বাঁধা কাক।

নীরব হাওয়ার হাহাকার বুকে বাজে,
বিষণ্ণ মন ছুঁয়ে যায় দুঃখের স্রোত।

জীবনের ছায়া, নিঃসঙ্গ বিকেল,
স্বপ্নেরা সব যেন নিঃশব্দে ভাসে নৌকাহীন নৌত।
পীড়া দেয়... চুপিচুপি, নিঃশব্দে —
একটু একটু করে বাড়ে যন্ত্রণার ভার।
প্রতিটি নিঃশ্বাসে জমে ওঠে
অদৃশ্য এক ছোপছোপ বিষাদ-ছায়ার দ্বার।

একটু একটু করে জমে উঠছে তীব্র ভয়,
অদৃশ্য ছায়া ছুঁড়ে দেয় চিৎকারের পরশ।
এই নিঃসঙ্গতার আতঙ্ক কি চিরদিন দেবে প্রহর?

তবু কি থামবে না এই শেষের সুর?
এই অন্ধকার কি চিরদিন দেবে মৃগয়া?
তবু কি খুঁজে পাব না মুক্তির দূর?
হয়তো একদিন দেয়াল ফুঁড়ে আসবে আলো,
গড়বে এক নতুন ভোর।

হঠাৎ থেমে যাবে হৃদয়ের ব্যাকুল ধড়ফড়ানি,
যন্ত্রণার ওজনে কাঁপে আত্মার ক্ষয়িষ্ণু দেহান্তর —
মিলবে কি তবে মুক্তির হাতছানি?
এই নিঃসঙ্গ অন্ধকার কি চিরদিন দেবে প্রহর?
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ফয়জুল মহী চমৎকার লেখনী। অনেক অনেক দোয়া ও শুভকামনা রইলো।

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

দেয়ালের মাঝে আঁধার ঘনাচ্ছে, নিঃশব্দে ছড়িয়ে পড়ছে আতঙ্কের দোলাচল।

১০ সেপ্টেম্বর - ২০২৫ গল্প/কবিতা: ৪ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "মুক্তিযুদ্ধ”
কবিতার বিষয় "মুক্তিযুদ্ধ”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৫