নিঃসঙ্গ পানকৌড়ি

হতাশা (অক্টোবর ২০২৫)

Jannatul ferdausi
  • 0
  • ২০৫
জীবনটা এখন এক অদৃশ্য শিকল। চোখে দেখা যায় না, কিন্তু তার ভারে প্রতিটি নিশ্বাস দমবন্ধ হয়ে আসে। ঘরের দেয়ালগুলো আমার নিঃসঙ্গতার সাক্ষী হয়ে গেছে। কখনও মনে হয়, ওরা আমার একমাত্র বন্ধু; অথচ ওদের নীরবতাই আমাকে গিলে খায়।

প্রতিদিনের ভোরের আলো নতুন কিছু বয়ে আনে না—
"বরং একই ক্লান্তি, একই অবসাদ আমাকে পায়ের শিকলের মতো বাঁধে "
বয়স শুধু বাড়ে, শরীর ভেঙে পড়ে, অথচ অন্তরটা সেই একই শূন্যতায় আটকে থাকে। সকাল মানেই কেবল গতকালের ক্লান্তি আর অবসাদের পুনর্জন্ম।
বেখেয়ালি, চিন্তাগুলোও এলোমেলো—একটার পর একটা এসে ভিড় করে।

কখনো কখনো আমার মনে হয় আমি এক পাখি—নিঃসঙ্গ পানকৌড়ি। গহীন বনের অন্ধকারে ডানা মেলে উড়তে চাই, কিন্তু ডানার নিচে এত ভারী দুঃখ জমেছে যে, আকাশ ছোঁয়ার আগেই মাটিতে পড়ে যাই।
প্রতিটি দিন যেন একই চক্রের পুনরাবৃত্তি—"বেঁচে থাকার দায়", খালি নিঃশ্বাসের বোঝা, আর অন্তহীন একঘেয়েমি।

জীবনটা শুধু দায়ভার,
আনন্দ যেন অনেক দূরের কোনো ভাঙা স্বপ্ন।
আমি আসলে কোনোদিনই কিছু পাইনি—শুধু হারিয়েছি, শুধু ফসকে গেছে।

আমার নীরবতার পাতায় লিখে যাই, এই সাদা কাগজের বুকে -

আমি নিঃসঙ্গ পানকৌড়ি।
"আমার গান নেই, কেবল দীর্ঘশ্বাস"
"আমার ডানা আছে, কিন্তু উড়তে পারি না। আমার জীবন শুধু দায়ভার—বেঁচে থাকার শাস্তি।”

কখনও মনে হয়, এ জীবন আর কতদিন টেনে নেওয়া যায়? হয়তো একদিন এই চার দেওয়ালই আমার কবর হয়ে উঠবে, আর কেউ জানবেও না আমি কেমন করে প্রতিদিন নিঃশব্দে ভেঙে গেছি।
তবু—অদ্ভুতভাবে—আজও বেঁচে আছি।
হয়তো মৃত্যুও আমাকে ভুলে গেছে।

আমিই হয়তো সত্যিকারের বন্দি—যে মুক্তি পায় না, আলো পায় না, শেষটাও পায় না।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মেহেদী মারুফ অসাধারণ লিখেছেন, তবে এটা গল্প নাকি কবিতা সেটা ঠিক বোধগম্য হলো না। যাই হোক, শুভ কামনা রইলো (gpt)
ফয়জুল মহী সুন্দর অনুপম সৃষ্টি মুগ্ধতায় পরিপূর্ণ কাব্য লিপি পাঠে তপ্তি পাঠক খুব শুভকামনা রইলো
আল আমিন আমিই হয়তো সত্যিকারের বন্দি—যে মুক্তি পায় না, আলো পায় না, শেষটাও পায় না। এক কথায় ফিনিশিং টা অসাধারণ
আল আমিন আমিই হয়তো সত্যিকারের বন্দি—যে মুক্তি পায় না, আলো পায় না, শেষটাও পায় না। লাস্ট লাইন টা অসাধারণ

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

"জীবনের হতাশা, নিঃসঙ্গতার ভার ও অস্তিত্বের নিঃশব্দ সংগ্রাম"।

১০ সেপ্টেম্বর - ২০২৫ গল্প/কবিতা: ৪ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "মুক্তিযুদ্ধ”
কবিতার বিষয় "মুক্তিযুদ্ধ”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৫