তোমার নিঃশব্দ ভাষা আজও কিছু বলে,
তোমার কাক ভেজা চোখ রেখেছিলাম অন্তরালে।
আবছা স্মৃতিপথ মায়ার আবেশ,
আজও ভাঙচুর করে আমার অপরাহ্নে।
তুমি ছিলে জ্যোৎস্না - সর্বগ্রাসী ভালোবাসা।
আমি ভুলিনি তোমার আলতো ছোঁয়া,
কিছুই হয়নি বিস্তৃতি,
প্রতি মুহূর্তে তোমায় ভালোবাসি।
ভাঙ্গা মন আর প্রহরে অপেক্ষা,
তবুও মনে পড়ে তোমার নিবিড় মুগ্ধতা স্নিগ্ধতা।
তোমার চিরপ্রস্থানে প্রলয় নামে,
তবুও স্বপ্নজাল মনছোঁয়া প্রেমাবেগ আনে।
ছায়াপথে নামে অন্ধকার,
রন্ধে রন্ধে ভালোবাসার হাহাকার।
তুমি হয়তো কোনদিনই বোঝনি
কি ভীষণ তৃষ্ণায় চেয়েছি তোমার আশ্রয়?
রেখে দিলাম এক বিশাল আত্মিক টান,
স্পর্শে মাখা আদুরে গান।
মনোহরন বিকেল
কিছু সীমারেখা,
আর একটুখানি মায়া!
থেকে গেলে কি খুব ক্ষতি হতো?
হয়তো কিছুটা পথ হাঁটা যেত।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা
ব্যাখ্যায় লেখকের বক্তব্য
লেখার বিষয় ছিল হতাশা। আমার এই কবিতাটির মাধ্যমে হতাশাকে দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে অনুভূতির গভীর থেকে সুন্দর সুন্দর শব্দ ব্যবহারের মাধ্যমে হতাশা প্রকাশ পাচ্ছে। একজন প্রেমিক প্রেমিকা তার ভালোবাসা না পেলে যে হতাশা তাকে ডুবাই সে হতাশাকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আমি। এই কবিতার একটি লাইন "তোমার চিরপ্রস্থানে প্রলয় নামে "আমার মনে হয় বিশেষভাবে হতাশাকে ফুটিয়ে তুলেছে।
০৮ সেপ্টেম্বর - ২০২৫
গল্প/কবিতা:
১ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।