হতাশা থেকে শেখা

হতাশা (অক্টোবর ২০২৫)

Nazmul Ahmed
  • 0
  • 0
মনের আকাশে ঝড় উঠে, আলো ঢেকে যায়,
অদৃশ্য শেকলে বাঁধা, পথ খুঁজে পাই না কায়।

স্বপ্নগুলো ভাঙা কাচের মতো ছড়িয়ে থাকে,
চোখের জলে কুয়াশা নামে নির্জন ফাঁকে।

নিঃশব্দ রাত্রি কেবল প্রশ্ন করে বারবার,
কেন এত আঁধার ঘিরে রাখে হৃদয়জোড়া পার।

সবার ভিড়ে থেকেও মনে একা একা লাগা,
কানে বাজে শুন্য সুর, ভাঙা বাঁশির রাগা।

নিজের ছায়াটাকেও কখনো মনে হয় দোষী,
মেঘের নিচে হারিয়ে যায় রঙিন রোদ-আলোসি।

দম আটকে আসে বুকে, তবু কারো কাছে বলি না,
মুখের হাসি ঢেকে রাখে গভীর বেদনা।

আশা নামের বাতিটি নিভে যেতে চায়,
তবু ভেতরের আগুন শেষ হতে মানে না হায়।

অশ্রু জমে ছোট নদী গড়িয়ে নামে গালে,
মনে হয় জীবন কেবল শূন্য মরুভূমি জালে।

ভাঙা পথের শেষে যদি সূর্য ওঠে নতুন করে,
হয়তো হতাশা তখন সরে যাবে দূরে।

আঁধার যত ঘন হোক, আলো আসবেই শেষে,
মন যদি বিশ্বাস রাখে—আবার বাঁচা মেশে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

হতাশা মানুষের মনে অন্ধকার নামিয়ে আনে, স্বপ্ন ভেঙে দেয়, একাকীত্ব বাড়ায়। কিন্তু যতই আঁধার ঘন হোক, ভেতরের বিশ্বাস আর আশার আলো নিভে যায় না। শেষ পর্যন্ত আলো ও নতুন শুরুর সম্ভাবনাই হতাশাকে দূরে সরিয়ে দেয়।

০৭ সেপ্টেম্বর - ২০২৫ গল্প/কবিতা: ১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "আতঙ্ক”
কবিতার বিষয় "আতঙ্ক”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ অক্টোবর,২০২৫