অদৃশ্য বিষাদ

হতাশা (অক্টোবর ২০২৫)

আল আমিন
  • 0
  • ১২৮
তোমার নামটা এখন বুকের দহন,
শব্দগুলো যেন বিষ ছুঁড়ে দেয় হৃদয়ে।
মুছে ফেলতে চেয়েছি বহুবার,
মনটা শোনে না যুক্তির ভাষা।

প্রতিদিনের পথচলা এক লুকোনো যুদ্ধ,
ভেতরের আমির সাথেই চলে সংঘর্ষ,
চেহারায় থাকে হাসির ছায়া,
কিন্তু বুকের ভেতর বাজে নিরব কান্নার সুর।

ঘড়ির কাঁটা ঘুরে চলে নিয়মমতো,
কিন্তু আমার ভেতরে সময় দাঁড়িয়ে আজও।
মাঝেমাঝে খুলে দেখি সেই পুরনো খাম,
যেখানে লুকানো তোমার নীরব স্বীকারোক্তি।

তোমার বিশ্বাসে ভরসা রেখেছিলাম,
ভেবেছিলাম, সব ঠিক হয়ে যাবে।
আজো ঠিক হয়নি সেই ভাঙা গল্প,
বরং বিষাদের রং আরও গভীর ভাষা।

তুমি নেই — আমি থেকেও নেই,
অদৃশ্য বিষাদেই আজ আমার বাসা।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ফয়জুল মহী অনুপম সুন্দর একটি লেখা। একরাশ মুগ্ধতা।
খন্দকার আনিসুর রহমান জ্যোতি তুমি নেই — আমি থেকেও নেই, অদৃশ্য বিষাদেই আজ আমার বাসা ঃঃঃঃঃ বাহ সুন্দর শব্দ চয়ন। খুব ভাল
মন্তব্য জানিয়ে পাশে থাকার জন্য অশেষ ধন্যবাদ
মেহেদী মারুফ বাহ!! চমৎকার লিখেছেন নবীন কবি! গভীর ভাবনার প্রকাশ।
পাশে থাকার জন্য ধন্যবাদ ভাইয়া
মাহাবুব হাসান হতাশার প্রকাশটা ভালো লেগেছে। শুভকামনা রইল।
অনুপ্রাণিত হলাম, ধন্যবাদ ভাইয়া

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

তোমার নামটা এখন বুকের দহন, শব্দগুলো যেন বিষ ছুঁড়ে দেয় হৃদয়ে।

২৭ জুলাই - ২০২৫ গল্প/কবিতা: ৪ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "আতঙ্ক”
কবিতার বিষয় "আতঙ্ক”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ অক্টোবর,২০২৫