পরগাছার উপলদ্ধি

পরগাছা (আগষ্ট ২০২৫)

রাজ বাবু
মোট ভোট ১১ প্রাপ্ত পয়েন্ট ৪.৭৭
  • ১৭৪
যেদিন ঘুম ঘুম চোখে হেরিনু নিঝুম বিজনের কালো রাতে
সেদিন, অভিমান ছিল অপবাদ ছিল শুধু, কেউতো ছিলনা সাথে;
সেদিন পরিচয় ছিল অপরাধী ছায়া
অপদেবতার অভিশাপী মায়া,
অভিযোগ মাঝে কলুষ কায়ার মিনতির অজুহাতে
সেদিন, অনুযোগ ছিল অনুরাগ ছিল শুধু, কেউতো ছিলনা সাথে।

কেউতো ছিলনা করিতে ছলনা ললনার মতো রুপে
কেউতো ছিলনা ঢেউ হয়ে বুকে আঘাত হানিবে চুপে।
নিশ্চুপ একা দলিয়াছি সুখ
গায়েবের খোঁজে সদা সম্মুখ,
ঝুঁকে ধুঁকে পার ক'রে পারাবার হয়েছি ধোঁয়াটে ধূপে
সেদিন কেউতো ছিলনা ললনার মতো ছলনা ধরিবে রুপে।

বানোয়াট যতো দেবতা দেবতা দেবতার কিবা তাতে
উপোসের জ্বালা সহিয়া সেদিন দেবতা দেখেছি ভাতে;
পণ্যের মতো হয়েছি বন্য
কোথায় চলেছি কিসেরই জন্য,
বোঝেনাই কেহ অধমে গণ্য পরিণত কোন জাতে
দেবতার রুপ দেখেছি উদোরে দেবতা দেখেছি ভাতে।
আজ এই এতো এতোকাল পরে সবাই ভাঙিল মান
তুলিল আমারে মাথার উপরে আমি আজ ভগবান;
সমাধান সব মোর দু'টি কাঁধে
শক্ত করিয়া সকলেই বাঁধে,
অনুরোধে অনুচেতনার বোধে চারিপাশ মহিয়ান
সেদিন তোমরা বলেছিলে পশু আজ বলো ভগবান।

সেদিন তুমিই বলেছিলে পশু অসুর হতচ্ছাড়া
সেদিন তুমিই হেনেছিলে ঘাত ক্রোধে ছিলে দিশেহারা;
সেদিন তোমাতে দেখি নাই লীলা
কেন আজ তব এই ছেলেখেলা,
বলনা আমাকে কিসের বিপাকে করেছিলে দিশেহারা
বলনা আমাকে অসুরের মতো পশু করেছিল কারা!

যায় হোক আজ যেহেতু হয়েছি দেবতার রুপে ঢাল
মনে নাই মন আজব চেতন মনে হয়ে গেছে মাল;
সেই মালে শুধু দায়ের দলন
বাণীরে বানালে উদোর ফলন,
ছলনে আমারে বানালে বাজনা তুমি দাও তাতে তাল
মন হয়ে গেছে ভগবৎ গীতা মন হয়ে গেছে মাল।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মাহাবুব হাসান প্রতিযোগিতার বিষয়বস্তুর সাথে মিলেছে কিনা-এই প্রশ্নটাকে পাশে সরিয়ে রেখে বলছি, অসাধারণ হয়েছে কবিতাটা। খুব খুব খুব ভালো লেগেছে। আসলে কবিতা বলতে আমি এই ফরম্যাটটাকেই বুঝি। এই সাইটে আগে এধরণের কবিতার কদর ছিল। যাই হোক, প্রত্যাশা রইল কবিতাটা যথাযথ মূল্যায়ন পাবে। একটা অনুরোধ, প্রতিযোগিতার ফলাফল যাই হোক, লেখা চালিয়ে যাবেন। পাঠকের ভালবাসার উপরে কোনো পুরস্কার নেই।
খন্দকার আনিসুর রহমান জ্যোতি বানোয়াট যতো দেবতা দেবতা দেবতার কিবা তাতে উপোসের জ্বালা সহিয়া সেদিন দেবতা দেখেছি ভাতে; ঃ ঃ পুরানো কবিতার গন্ধ পেলাম। পাকা হাতের লেখা বোঝাই যায়। রাজু বাবু আপনাকে ধন্যবাদ।
doel paki অনিন্দ্য সুন্দর কাব্য।
MD ALAMGIR HOSSEN প্রত্যাখ্যানের অন্ধকার থেকে আত্মমর্যাদার আলোয় উঠে আসার এই কাব্যিক ভাষা হৃদয় ছুঁয়ে গেল। প্রতিটি চরণ যেন একেকটি অভিজ্ঞতা, একেকটি ক্ষত। অপূর্ব!
ফয়জুল মহী তীক্ষ্ণ ও প্রখর কলমে সুচিন্তিত লেখা। পড়ে মন উৎফুল্ল হয়।

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

সেদিন তুমিই বলেছিলে পশু অসুর হতচ্ছাড়া সেদিন তুমিই হেনেছিলে ঘাত ক্রোধে ছিলে দিশেহারা;

১৯ জুলাই - ২০২৫ গল্প/কবিতা: ১ টি

সমন্বিত স্কোর

৪.৭৭

বিচারক স্কোরঃ ২.৫৭ / ৭.০ পাঠক স্কোরঃ ২.২ / ৩.০

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

বিজ্ঞপ্তি

“অক্টোবর ২০২৫” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ অক্টোবর, ২০২৫ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী