আমার ভালো আমি বুঝিনা,
বোঝে পরের লোক।
আমার ভালো করতে নাকি
করে ঝাড় ফোক!
আমার তারা ভালই চায়,
ভালবাসে ভিষন!
শুধু স্বার্থে কিছু বাধা পেলে
"কি যাতা বলে শোন!"
তখন আমি বোকা মানুষ
কি বলি না বলি যাতা!
আমার চিন্তা চিন্তায় তারা
ছিড়ে নাই চুল,ছিড়েছে ছাতা!
আরে না না! মাথা উপর ছাতা।
আমার চিন্তা করে তারা।
হ্যাঁ ভাই, সত্যি সত্যিই করে!
কি করলাম?কখন করলাম?
কেন করলাম?
সেই ভাবনাই তো দিন ভরে!
এতো ভালবাসে তারা
কত যেন আপন!
তারাই ঠিক বলে দিবে
কিভাবে করব জীবন যাপন।
কিছু পারি না!কিছু জানি না!
কি হলে কি হতো?
তাদের কথায় শুনে চললে
জীবন নতুন সুর পেতো।
নিজের কোন গোপনীয়তা নাই
তাদের সব জানা চাই!
আমার খবর পাই কি না পাই!?
তারা পায়, না করে যাচাই!
তারা যেন এক আতঙ্ক,
যদিও তারা বলে শুভাকাঙ্ক্ষী।
নিজেদের কোন লাভ নাই
পরের উপকার ই উদ্দেশ্য নাকি!!
তাদের নিয়ে আর চিন্তা নয়
তাতে সময় নষ্ট হয়।
কি আসে যায় পরের লোকে
কি ভাবে আর কি যাতা কয়!
ভাল কথা বলতে না ই পারি
মন্দ কিছু চিন্তা না করি,
মানুষ আমরা নিজের চেয়ে
পরের চিন্তায় মরি...মরি।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা
ব্যাখ্যায় লেখকের বক্তব্য
আমাদের প্রায় সবার জীবনে এমন শুভাকাঙ্ক্ষী থাকে যারা আমাদের পিছনে সত্য মিথ্যা মিলিয়ে কথা বলে।এরা অন্যের কষ্টের কথা চিন্তাই করে না। এই মানুষগুলো একেক জন আতঙ্ক যেন।
১৮ জুন - ২০২৫
গল্প/কবিতা:
৪ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।