প্যান্ডোরার বাক্স

হতাশা (অক্টোবর ২০২৫)

Minara Akter
  • ১১৯
দেবতা জিউস হয়েছেন ক্ষুন্ন,
প্রমিথিউস করেছে আগুন চুরি,
পৃথিবীর মানুষের জন্য??
তাকে তো শাস্তি পেতেই হবে!
বছরের পর বছর যুগের পর যুগ,
সে শাস্তি দৃষ্টান্ত হয়ে রবে!
বন্দি করো তারে!
ওই পাহাড়ের গায়ে,
অনন্তকাল ধরে, থাক পরে!

তবু শান্ত হয় না জিউসের মন,
আগুন নিয়ে বারাবাড়ি!
কি জানি? কি করে মানুষ জন?!
অগ্নি দেবতা হিফিস্টাসের ডাক পরল।
মানব জাতির জন্য নতুন করে
প্রথম এক নারী সৃষ্টি করল!
"প্যান্ডোরা " তার নাম রাখা হলো।
স্বর্গএ যত দেব দেবী আছে মন ভরে
তারা আশীর্বাদ আর বর দিয়ে গেল!
দেবতা জিউসের ইচ্ছা ছিল ভিন্ন!
সর্বগুন আর আর্শিবাদে পরিপূর্ণ হয়েও
প্যান্ডোরা থাকবে স্বর্গ থেকে বিছিন্ন!
প্রমিথিউস ভাই এপিমিথিউস এখনো
পৃথিবীতেই আছে।
শোকে সে কাতর,উপহার হিসাবে
প্যান্ডোরা যাবে তার কাছে"!
যদিও প্রমিথিউস ভাইকে করেছিল মানা
"যাই হয়ে যাক,দেব দেবী থেকে নিবে না
উপহার, যতক্ষন না কারন যাচ্ছে জানা!"

কিন্তু প্রেম, সে তো একটা কঠিন অনুভূতি!
কখন প্রেমদেবতা প্রেমের তীর মারবেন?
তা কেউ না জানে,সে নেয় না অনুমতি।
প্রথম দেখায় এপিমিথিউস ভালবাসে তারে।
পৃথিবীতেই তারা করবে নতুন জীবন
সংসার করবে কোন এক নদীর পারে।

জিউস দিল একটি উপহার, একটি বর
"প্যান্ডোরা তুমি ভাল থাকবে পৃথিবীতে,
যদি আমার কথার না করো নড়চড়!
বর হিসাবে দিলাম "উৎসুক মন "যা
জানার ইচ্ছা হয়!
উপহার দিলাম এই সোনার বাক্স!
ভুলে যেও না, এ মরণশীল মানুষের জন্য নয়!!"
বাক্স খোলা যাবে না,দেখা যাবে না, এই শুধু পণ।
জানার তীব্র আকাঙ্ক্ষায় অধৈর্য প্যান্ডোরার মনে প্রশ্ন জাগে, জিউসের দেওয়া বাক্সে কী আছে এমন!

পৃথিবী আছে কত শান্তি আছে সুখ
এপিমিথিউস ও তাকে ভালবাসে ভিষন,
তবুও বাক্সের জন্য মনটা করে খুত খুত!
একটি বার দেখলে খুব কি হবে ক্ষতি!
কোন অন্যায় হবে? অন্যায়টা হবে কার
দেবতা জিউস নাকি মরনশীল মানুষের প্রতি!

সামলাতে আর না পেরে
এপিমিথিউস এড়িয়ে,
বাক্স হলো খোলা!
হঠাৎ এক বিকট আওয়াজ
চারিদিকে ভরে গেলো ধুলা!
আর দৈত্য রুপে বের হলো হিংসা!
বের হলো রোগ,জরা,লোভ,দ্বেষ,
লুকানো যত দুঃখ আর যত হতাশা!
জিউস পারেনি মানুষকে করতে ক্ষমা,
প্যান্ডোরা বুঝলো ভুল! অনুতপ্ত হলো
দেখে বাক্সের ছিল যত শাস্তি জমা।

এভাবেই পৃথিবীতে এলো হতাশা।
তবে মানুষের ই মাঝে লুকিয়ে আছে
নতুন করে বেচে উঠার আশা!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মাহাবুব হাসান কবিতা পড়ে বোঝা যাচ্ছে, গ্রীক মিথলজির ব্যাপারে আপনি বেশ জ্ঞান রাখেন। তবে একটা ব্যাপার না বলে পারছি না। এই যে 'প্যান্ডোরাস বক্স' মিথ, এটা এসেছে কিন্তু নারীবিদ্বেষী মনোভঙ্গি থেকে। ব্যাখ্যাটা আপনার কবিতার শেষাংশেই আছে! প্যান্ডোরা একজন নারী, মানে পৃথিবীতে যে হিংসা, লোভ, কামুকতা ইত্যাদি এসেছে নারীর হাত ধরে। যেন তার আগ পর্যন্ত পৃথিবীতে এর অস্তিত্বই ছিল না!
গ্রীক মাইথোলজি এর মতে প্যান্ডোরা প্রথম নারী মানব,পৃথিবীতে এর আগে মানুষ ছিল না!একেক মাইথোলজি তে একেক ভাবে প্রথম নর নারীর কথা লেখা আছে।আমি আসলে পুরো বিষয় টা লিখি নাই।লেখা সম্ভব ও না আমার পক্ষে।তাই ছোট লেখার চেষ্টা করেছি
ফয়জুল মহী খুব সুন্দর উপস্থাপনা
আল আমিন ভালো হয়ছে কবিতা টা

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

গ্রীক মাইথোলজি এর মতে,তাদের দেবতা জিউস মানুষদেরকে শাস্তি দেবার জন্য হতাশা কে পৃথিবীতে পাঠায়। এবারের বিষয় যেহেতু বিষয়বস্তু হতাশা, তাই সেই কাহানী টাকেই পুজি করে নিতে চেষ্টা করলাম।

১৮ জুন - ২০২৫ গল্প/কবিতা: ৪ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

বিজ্ঞপ্তি

“নভেম্বর ২০২৫” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ নভেম্বর, ২০২৫ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী