স্রষ্টার নীরব সতর্কতা

ভূমিকম্প (জানুয়ারী ২০২৬)

এস এফ শামীম হাসান
  • 0
  • ১৯
মাটি কাঁপলে প্রথম যে শব্দ ওঠে, তা মানুষের নয়—আকাশের নিঃশ্বাস।
পৃথিবী তখন মনে করিয়ে দেয়, সমস্ত ক্ষমতা কেবল আল্লাহরই।
হঠাৎ চারদিক অচেনা হয়ে যায়, অথচ মানুষের প্রার্থনা আরও পরিচিত।
“ইয়া রব্বি”—এই ডাকেই ভর করে দাঁড়িয়ে থাকে পুরো শহর।

দালান, পথ, গাছ—সবকিছু এক অদৃশ্য নির্দেশে জেগে ওঠে।
মানুষ তখন উপলব্ধি করে, জমিনের স্থিরতাও ছিল এক অনুগ্রহ।
ধ্বংসস্তূপের ধুলোয় ভাসে অদৃশ্য ফেরেশতার ছায়া।
তাদের নীরবতা যেন আয়াতের মতোই গভীর।

হৃদয়ের ভিতরে হাজার নামাজের স্মৃতি কাঁপতে থাকে।
যারা ভুলে গিয়েছিল সিজদার আরাম, তারাও আলোর দিকে ফিরে তাকায়।
প্রতিটি ইটের ভাঙনে শোনা যায় সতর্কতার কান্না।
মনে হয় তাকদীর নতুন কালি দিয়ে লিখছে মানুষের গল্প।

অন্ধকারের মাঝেও আল্লাহর রহমত তার পথ খুঁজে নেয়।
এক শিশুর কান্না তখন দোয়ার মতোই পবিত্র হয়ে ওঠে।
এক মায়ের কণ্ঠে “ইনশাআল্লাহ” শব্দটি হয় পাহাড়ের চেয়েও দৃঢ়।
মৃত্যুকে ঘনিয়ে আসতে দেখে কেউ কালেমা পাঠ করতে থাকে।

তাদের কণ্ঠস্বরের ভেতর মিশে থাকে অদৃশ্য সিজদার আলো।
ভয় ও বিশ্বাস তখন একই ছন্দে দুলতে থাকে।
মাটি কাঁপে, জীবন কাঁপে—কেবল আল্লাহর আরশ অটল।
আকাশ যেন ঝুঁকে দেখে মানুষের ধৈর্যের পরীক্ষা।

একটু পরেই মানুষ মানুষকে ধরে টেনে তোলে ধ্বংসের ভেতর থেকে।
ধর্ম, জাতি, ভাষা—সব গলে যায় মানবতার উষ্ণতায়।
অচেনা হাতও হয়ে ওঠে ভাইয়ের মতো কাছের।
মানুষ বুঝে, দয়া-ই আসলে সবচেয়ে বড় ইবাদত।

ভোরের আলো পাহাড়ে লেগে শহরটিকে নতুনভাবে ছুঁয়ে যায়।
ভাঙা মিনারের গায়ে পড়া আলো বলে—রহমত এখনো ফুরোয়নি।
ধুলোছাপা বাতাসেও শোনা যায় অনন্ত সান্ত্বনা।
জীবন আবার ফিরবে, কেননা আশাই হলো ঈমানের আরেক নাম।

এবং মানুষ বুঝে ফেলে—
ভূমিকম্প শুধুই ধ্বংস নয়, আত্মার দরজায় স্রষ্টার পুনরায় কড়া নাড়া।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

আমার এ কবিতাটি ভূমিকম্পকে কেন্দ্র করে মানুষের অসহায়ত্ব, আল্লাহর শক্তি, রহমত, মানবতা ও ঈমানের জাগরণ—এই সবগুলো অনুভূতিকে একটি ধারাবাহিক প্রবাহে যুক্ত করেছে। প্রকৃতির কাঁপনের মধ্যে স্রষ্টার সতর্কতা, ধ্বংসের মধ্যে করুণা, আর মানুষের মধ্যে দয়া ও ভ্রাতৃত্ববোধ—এই তিন স্তর একসাথে মিলেই পুরো কবিতার মূল বিষয়কে শক্তভাবে সামঞ্জস্য করে ধরে রেখেছে।

৩১ মে - ২০২৫ গল্প/কবিতা: ৯ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "মাতৃভাষা”
কবিতার বিষয় "মাতৃভাষা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারী,২০২৬