জোনাকি বাতির আলোয় লিখছি আজ…
আমি পরগাছা—নামটা শুনলেই সবাই অবহেলা করে।
আমার শিকড় নেই, মাটি নেই, নিজের কোনো ঠাঁই নেই।
তবু কতদিন তোমার ডালে লেগে বাঁচতে শিখেছি।
তুমি শক্ত গাছ—নিজের শেকড়ে ভর করে আকাশ ছুঁতে চাও।
আমি ছোট্ট, দুর্বল, তবু বাঁচতে চেয়ে তোমার গায়ে লেপ্টে থাকি।
সবাই ভাবে আমি কেবল লোভী, অকৃতজ্ঞ।
কেউ বোঝে না—যে শেকড়হীন, তার বাঁচা কতটা অভিশাপের মতো।
একদিন বিকেলে তুমিই বলেছিলে,
"তুই যদি আমার শক্তি চুরি করিস, আমি একদিন মরে যাব।"
সেদিন চুপচাপ হয়ে গিয়েছিলাম।
বুকের ভেতর কান্না চেপে রেখেছিলাম।
আমি জানি, তোমার সবুজ পাতা শুকিয়ে গেলে আমারও বাঁচার উপায় নেই।
তবু ছাড়তে পারি না তোমাকে।
তোমার ডালে মুখ লুকিয়ে একফোঁটা রোদ, একটু বাতাস—এইটুকু চেয়ে থাকি।
আজ ঝড় আসছে।
সবাই বলছে, এই ঝড়ে নাকি সব পরগাছা উপড়ে যাবে।
আমি জানি, বাঁচতে হলে নেমে যেতে হবে।
নিজের মাটি খুঁজতে হবে, শেকড় ছড়াতে হবে।
তোমার গায়ে বসে থেকে আমি হয়তো একটু বেঁচেছিলাম।
কিন্তু সত্যি বলতে, আজ মনে হচ্ছে—
নিজের শিকড় না থাকলে কোনো জীবনই আসলে জীবন নয়।
ঝড় শুরু হয়ে গেছে।
হয়তো কাল সকালের আলোয় আমি আর থাকব না।
তবু শেষবার বলতে চাই—
তোমার ছায়া, তোমার ভালোবাসা—এইটুকুই আমার বেঁচে থাকার সাহস ছিল।
যদি জন্ম পায় আরেক জীবন,
সেখানে শিকড় নিয়ে জন্মাতে চাই।
কোনোদিন আর পরগাছা হতে চাই না…
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
খন্দকার আনিসুর রহমান জ্যোতি
নিজের শিকড় না থাকলে কোনো জীবনই আসলে জীবন নয়। ঃঃ বলি এটা গল্প্বা নাকি কবিতা তবে কিছু উপমা পেলাম। আশা রাখি আরও ভালো হবে। ধন্যবাদ কাইউম ভাই।
মেহেদী মারুফ
লেখার মধ্যে বেশ বোধগম্যতা ছিলো। হৃদয় ছুঁয়ে গেছে। তবে লেখার ধারাটা গল্প না হয়ে অনেকটা কবিতার মত হয়ে গেছে যদিও। তবে ভালো লেগেছে। শুভ কামনা রইলো আপনার জন্য!!
লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা
ব্যাখ্যায় লেখকের বক্তব্য
গল্পের মূল বিষয় পরগাছা জীবনের লজ্জা ও বেদনা।
শিকড়হীন নির্ভরশীল অস্তিত্বকে এখানে মানুষের দুর্বলতার রূপক হিসেবে তুলে ধরা হয়েছে।
ঝড়ের ভয়, আত্মগ্লানি ও মুক্তির আকাঙ্ক্ষা গল্পের প্রতিটি অংশে স্পষ্টভাবে প্রকাশিত।
এইভাবে গল্পটি বিষয়ের সাথে গভীর সামঞ্জস্যতা বজায় রেখেছে।
২০ এপ্রিল - ২০২৫
গল্প/কবিতা:
৫ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
তৃতীয় পুরস্কার সনদপত্র।
বিজ্ঞপ্তি
“সেপ্টেম্বর ২০২৫” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ সেপ্টেম্বর, ২০২৫ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।