দাসত্ব মানে কি শুধু শিকল?
নাকি এমন এক অরণ্য,
যেখানে পথ আছে, আলো নেই?
তুমি হাঁটছো,
পাশে অসংখ্য মুখ—
কেউ শ্রমিক, কেউ রাজপথের যাত্রী,
কেউ কলম ধরে, কেউ হাতুড়ি,
তবু সবার কপালে এক চিহ্ন—
অদৃশ্য শেকল, যাকে তারা অনুভব করতে পারে,
কিন্তু খুলতে পারে না।
তুমি ভাবো তুমি স্বাধীন,
কিন্তু কীভাবে?
যদি তোমার স্বপ্ন অন্য কেউ লিখে দেয়,
তোমার আকাশ মেপে দেয় নিয়মের ফিতায়,
তোমার কথার আগে পরে জুড়ে দেয় ভয়!
দাসত্ব মানে শুধু বাঁধা নয়,
দাসত্ব মানে এমন এক বন্দিত্ব,
যার শেকল চোখে দেখা যায় না,
শুধু অনুভব করা যায়
শরীরের ক্লান্তি আর মনের অবসাদে।
তবু কেউ কেউ পথ খোঁজে,
কেউ কেউ আগুন জ্বালায়,
কেউ কেউ বলে—
“এই শেকল আমি মানবো না!”
আর তখনই,
প্রথমবারের মতো
একটুখানি আলো পড়ে দাসত্বের অরণ্যে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা
ব্যাখ্যায় লেখকের বক্তব্য
এই গদ্য কবিতাটি দাসত্বের অদৃশ্য শেকল ও মানসিক পরাধীনতা নিয়ে লেখা।
২০ জানুয়ারী - ২০২৫
গল্প/কবিতা:
২ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।