সেই দিনটা

ছোটবেলা (জানুয়ারী ২০২৫)

Unknown stranger
  • 0
  • ২৭
আধার কালো ঘিরে মেঘমুক্ত জীবনে
আবার আসবে কি ফিরে সেই দিনটা
আমার জীবনে।
মেঘ মুক্ত আকাশের মতো আমিও থাকবো
সূ্যের আলোর মতো। যদিও-
ফিরে পেতে চাই সেই দিনটাকে।
যেদিন ছিলনা কোনো ভয়, ছিলনা কোনো পরাজয়
নির্ভীক ধুলোর ঘূর্ণিপাকের মতো ঘুরতাম
আমিও সেই দিনটাই।
ফিরে পেতে চাই আমার পুরনো দিন
যেদিন ছিল আমার পাশে সবাই,
আনন্দে ঘিরে রাখতো আমাকে। বলতো-
সোনা বাবুটা খেলছো, ভয় পেয়ো না যেন
আছি আমরা তোমার পাশে যে,
কতোই না ছিল ভালো-সেই দিনগুলো
আমার জীবনে।
আমি ভাবি ; ছুটে যাই, আমার অতীতে
ফিরে আনি সেই দিনগুলো আমার জীবনে। যেদিন-
ছিলনা কোনো অভীমান, ছিলনা কোনো ছলনা
পাপমুক্ত এক জীবন আমার পবিত্রতা।
নিষ্পাপ মনে ঘুরতাম যে আমি ভাবতাম যে কতো
বড় হয়ে করবো কি পূরন আমার স্বপ্ন ।
মিথ্যা বিনয়কেও ভেবে নিতাম যে, সত্য-
সেটাকেই মেনে নিয়ে করতাম যে কতোই আনন্দ
সেটাই ছিল আমার ছোটবেলা।
ফিরে পাবো কি আমি সেই দিনটা
যেদিন ছিলাম না আমি একা ; আমাকে-
আগলে রাখতো পুরো পৃথিবীটা। হ্যা,
সেই দিনটা আমার মনে চিরদিনের মতো ছবি আকা
আবারও ফিরে পেতে চাই আমার জীবনে
সেই দিনটা।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
mdmasum mia সেই দিন আর ফিরে আসেনা।
ফয়জুল মহী অসাধারণ অনুভূতির বহিঃপ্রকাশ । মুগ্ধ হলাম প্রিয় ।

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

এখানে সেই দিনটা বলতে মূলত ছোটবেলাকে বোঝানো হয়েছে। ছোটবেলার কিছু কিছু স্মৃতি সবসমই আমাদের জীবনকে ঘিরে থাকে। বতমানে আমরা যতই একটা ভালো ও সুন্দর জীবন কাটাই না কেন। তবুও দিন শেষে কোথাও গিয়ে অতীতের সেই দিনগুলোর কথা মনে পরে যায়। ফিরে পেতে ইচ্ছা করে দিনগুলোকে। মনে হয় আমি যদি ছুটে যেতে পারতাম অতীতে, ফিরে আনতে পারতাম সেই ছোটবেলাই কাটানো কিছু মুহূর্তকে। প্রকৃত অর্থে ছোটবেলার সেই দিনগুলো হয়তো ফিরে পাওয়া সম্ভব নয়। তবুও মন শুধু ছোটবেলার সেইদিনগুলোকে ফিরে পেতে চাই। ছোটবেলার কিছু স্মৃতি এবং সেইদিনগুলো আবারও ফিরে পাবার ইচ্ছা থেকেই মূলত এই কবিতাটি লেখা হয়েছে আর এই সব কিছুর ওপর ভিত্তি করে কবিতাটি নামকরন করা হয়েছে।

০৬ ডিসেম্বর - ২০২৪ গল্প/কবিতা: ১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ভালবাসা”
কবিতার বিষয় "ভালবাসা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারী,২০২৫