তুমি যে ভোরের সূর্য, আমায় আলো দাও,  
ঘামে ভেজা শরীর নিয়ে সারাদিন কাটাও।  
ফসলের মাঠে পায়ে পায়ে, পরিশ্রমে ভরা,  
আমায় মানুষ করার স্বপ্নে জীবন করেছো কারা।   
মাটির ঘরে বাঁশের বেড়া, তবু ছিল সুখ,  
তোমার কষ্ট  দেখেছি , দেখিনি কভু ভ্রুকুট।   
তুমি বলেছিলে, “পড়ালেখা কর খোকা, জ্ঞান আনতে যা,  
তোর হাত ধরে জ্ঞানের আলো আসুক এ পাড়ায়।”   
আজ আমি দাঁড়িয়েছি স্বপ্নের চূড়া,  
তোমার চোখে দেখি সুখের অশ্রুধারা।  
তুমি গর্ব নিয়ে বলো, “আমার ছেলে জ্ঞান পেয়েছে,   
মান পেয়েছে গাঁও।”  
তবুও এলো সেই দিন, নিস্তব্ধ এক রাত,  
তোমার নিঃশ্বাস থেমে গেল, পৃথিবী হলো মাত।  
তোমার চোখে যে স্বপ্ন দেখেছিলাম একদিন,  
আজ তা পূরণ করতে জীবন দিলাম আমি।  
তোমার নামে গড়লাম একখানা লাইব্রেরি,  
জ্ঞান হবে তোমার স্মৃতির জ্বলন্ত প্রদীপ।  
তোমার জন্য বানালাম একখানা হাসপাতাল,  
অসুস্থ প্রাণ পাবে এখানে নতুন প্রাণ।  
একটি স্কুল করলাম তোমার নামে,  
যেখানে ছেলেমেয়েরা শিখবে আদর্শ।  
তোমার প্রিয় মক্তবটিও বানালাম,  
যেখানে আল্লাহর নামে হবে প্রশান্তির পাঠ।  
বাবা, তুমি হয়তো আর দেখছো না কিছু,  
তবু আমি জানি, জগতের ওপারে,   
তুমি আছো খুশি, আমার কাজ থেকে,  
তুমি ভালবাসতে, বলতে না কভু অজান্তে।            
                        
            
            
            
                        
            
            
                        
            
         
        
               
   
            
                
লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা
                ব্যাখ্যায় লেখকের বক্তব্য
                এই কবিতাটি ভালোবাসা বিষয়টির সাথে গভীরভাবে সম্পর্কিত কারণ এটি বাবার প্রতি সন্তানের নিঃস্বার্থ ভালোবাসা, ত্যাগ ও কৃতজ্ঞতার চিত্র তুলে ধরে। ভালোবাসা এখানে একাধিক স্তরে প্রকাশিত হয়েছে:
বাবার ত্যাগ ও ভালোবাসার প্রতিচ্ছবি:
কবিতার প্রথম অংশে বাবার কষ্ট ও পরিশ্রমের বিবরণ দেওয়া হয়েছে। বাবা জীবনের সব সুখ বিসর্জন দিয়ে সন্তানের ভবিষ্যৎ গড়তে নিজের জীবন উৎসর্গ করেছেন। তাঁর ত্যাগ নিঃস্বার্থ ভালোবাসার এক অনন্য উদাহরণ, যা সন্তানের প্রতি তাঁর অগাধ স্নেহ ও দায়িত্বের পরিচায়ক।
সন্তানের কৃতজ্ঞতা ও ভালোবাসা:
সন্তান বড় হয়ে প্রতিষ্ঠিত হলেও বাবার অবদানের কথা ভুলে যায় না। সে তার জীবনের প্রতিটি অর্জনকে বাবার ভালোবাসার ফল হিসেবে বিবেচনা করে। বাবার প্রতি এই কৃতজ্ঞতাপূর্ণ ভালোবাসা সন্তানের চরিত্রের গভীর মানবিক দিকটি তুলে ধরে।
পরিচর্যার মাধ্যমে ভালোবাসার প্রতিদান:
সন্তান বাবাকে যত্নসহকারে আগলে রাখে এবং তাঁর ইচ্ছাগুলো পূরণ করার জন্য আপ্রাণ চেষ্টা করে। এই পরিচর্যা এবং বাবার স্বপ্নগুলো পূরণের মধ্য দিয়ে ভালোবাসা একটি পূর্ণাঙ্গ ও পরিণত রূপ লাভ করে। এটি দেখায় যে ভালোবাসা শুধুমাত্র অনুভূতিতে সীমাবদ্ধ নয়, বরং তা সেবায় রূপান্তরিত হয়।
            
    
    
                    
        
        
            
            
                 ১৭ নভেম্বর  - ২০২৪ 
                                        
                            গল্প/কবিতা:
                            ৪ টি
                        
                    
            
            
         
     
    
        
বিজ্ঞপ্তি
        এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
    
    
        প্রতি মাসেই পুরস্কার
        
            বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
        
        
            লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
            
                - 
                    
                    
                        প্রথম পুরস্কার ১৫০০ টাকার
                        প্রাইজ বন্ড এবং সনদপত্র।
                     
- 
                    
                    
                        দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
                        প্রাইজ বন্ড এবং সনদপত্র।
                     
- 
                    
                    
                        তৃতীয় পুরস্কার সনদপত্র।
                     
 
     
    
        
        বিজ্ঞপ্তি
        “নভেম্বর ২০২৫” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ নভেম্বর, ২০২৫ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।
        প্রতিযোগিতার নিয়মাবলী