ছোটবেলা, সোনালী রোদে ভরা,
হাসির ঝর্ণা, আনন্দে মাখা।
মাঠে দৌড়, গাছের তলে লুকোচুরি,
ছোট ছোট স্বপ্ন, মনের গভীরে সঞ্চিত।
মায়ের কোলে ছিল অজস্র ভালোবাসা,
বাবার কাঁধে ছিল স্বপ্নের আকাশ।
বন্ধুদের সাথে ছিল খুশির খেলা,
ছোটবেলা ছিল এক স্বপ্নমেলা।
চাঁদের আলো, তারার জোনাকি,
হাত ধরে চলা, সব কিছু ছিল মিষ্টি।
গোল্লাছুট, লুকোচুরি, মাকড়সার জাল,
এমন এক পৃথিবী, ছিল হাজারো ভালোলাগা।
রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে,
মাটি-ধূলোর মাঝে ছিল আনন্দের স্পর্শ।
ধানক্ষেত, পুকুরপাড়, মধুর গান,
সব কিছু ছিল ঠিক যেন এক মধুর দান।
চোখে ছিল অজস্র স্বপ্নের রেখা,
হৃদয়ে ছিল সুখ, কোনো দুঃখের ছায়া না।
অতিথি পাখির মতো ঘুরে বেড়াতাম,
অন্য কোথাও ছিল না আমাদের চিন্তা।
বড় হলে যখন বুঝলাম সবকিছু,
শৈশব ছিল শুধু এক সোনালী দিন।
ছোটবেলা, তুমি চলে যাও দ্রুত,
কিন্তু স্মৃতির মধ্যে তুমি চিরকাল রয়ে যাবে।
এখন যখন ফিরে দেখি সেই সময়গুলো,
মনে পড়ে হাসির রোল, বন্ধুরা, খেলার মজা।
তবুও, ছোটবেলা হারিয়ে যায় না,
সে থাকে আমার হৃদয়ে, চিরকাল অমলিন।
লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা
ব্যাখ্যায় লেখকের বক্তব্য
এই কবিতাটি ছোটবেলার এক অমূল্য সময়ের স্মৃতি প্রকাশ করে, যেখানে ছিল শুধুই আনন্দ, খুশি, এবং নির্দোষতা। কবি ছোটবেলার খেলা, মায়ের ভালোবাসা, বাবার আশ্বাস, এবং বন্ধুর সাথে কাটানো সময়ের কথা বলেছেন। শৈশবে কোনো দুঃখ বা চিন্তা ছিল না, সব কিছু ছিল সহজ এবং সুখময়। সময়টা এত দ্রুত চলে গিয়েছে, কিন্তু ছোটবেলার স্মৃতি কবির হৃদয়ে চিরকাল অমলিন হয়ে রয়ে গেছে।
১৬ নভেম্বর - ২০২৪
গল্প/কবিতা:
৩ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
-
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
-
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
-
তৃতীয় পুরস্কার সনদপত্র।
আগামী সংখ্যার বিষয়
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারী,২০২৫