অবলীঢ় অন্তরে

অবহেলা (মে ২০২৪)

সাফি
  • ৩১৩
চেয়ে দেখ,
তোমার স্পর্শ না পেয়ে আজও ঘুরে দাঁড়াতে পারেনি ওয়েস্টার্ন ফ্রন্ট
তোমার কণ্ঠে কণ্ঠ না মেলাতে পেরে আজও নিশ্চুপ পিউ-কাঁহা
তোমার হাতে হাত না রাখতে পেরে আজও প্রতিশ্রুতি মেলাতে পারেনি লঙ্কানরা
তোমার স্মৃতিরেখার সাথে কাটাকুটি না খেলতে পেরে আজও কাতর সব অরুণেরা
এ তুমি আমার অনেকদিনের চেনা
'বুড়ি',
যার উষ্ণ অধরপল্লবে,আমার ক্ষীণ হাসি
যার ফিরতি চাহনিতে, আমার হৃৎলহরী
যার ম্রিয়মান চোখদুটোতে,আমার প্রণয় বাঁধন
যার রুদ্ধ মায়াজালে আমি সাধারণ এক বন্দি
এরপরও তোমার অবলীলা।
যেন আমি তোমার উপর কোনো কালো মেঘের ছায়া
তোমার অব্যক্ত মলীনতার আক্ষেপন
তোমার ভুলের কোনো কল্পনা
তুমি বল "আমি এমনি"
যেন যত্ন গুলো সাজিয়ে রেখেছ অবহেলার প্রান্তরে।

তোমাকে আমি অন্তরের ময়ুখ দ্যুতি দিলাম,
অন্দরে তার চন্দ্রপ্রভার সোনালী আভা!
এরপরও তোমার অবলীলা।
চন্দ্রপ্রভার রেশ কাটিয়ে অলকানন্দাগুলো ডাল বেয়ে ফুটে রইলো
ওতে তো বিষ!
সে বিষই হয়তো ময়ুখ দ্যুতিগুলো নিষ্প্রভ করে দিল
না থাকল অন্দরে,না রাখল অন্তরের গহীন ভিতর।

আমার মনের সাগরে নোঙর ফেলেছ তুমি
কি ভেবেছ-পাল তুললেই যেতে দেব?
না যেতে পারবে?
অস্তিত্বের নিম্নচাপে কোনো দমকা হাওয়াই তোমার পালটিতে ঠেকতে দেব না আমি
বাস্তবতার বৈঠা নিয়ে আর কতদূরইবা এগোবে-
যদি আমি স্রোতই না দেই?
আবার এও ভেবে বসো না-
স্রোতের নামে জলোচ্ছাস আছড়ে পড়বে তোমার নৌকার গলুইয়ে
এরপরও তোমার অবলীলা।

আমার শ্যামস্নিগ্ধা,
তুমি যেখানে খুশি পাল তুলো
আমি স্রোত এনে দেবো তোমার অনুকূলে
শুধু নোঙরটা ফেলো আমার এই মনের সাগরে!
কেন?জানো না বুঝি-
তোমার হাসিতেই সুখ
তোমার অবহেলাতেই দুঃখ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Aether Hasan হয়তো এই অবলীলাতেই তার সুখ।অনেক সুন্দর ভাষা শৈলী। ভালো লেগেছে । শুভ কামনা রইলো।
ফয়জুল মহী চমৎকার প্রকাশ,শুভকামনা অবিরাম সুপ্রিয়জন।

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

চেয়ে দেখ, তোমার স্পর্শ না পেয়ে আজও ঘুরে দাঁড়াতে পারেনি ওয়েস্টার্ন ফ্রন্ট তোমার কণ্ঠে কণ্ঠ না মেলাতে পেরে আজও নিশ্চুপ পিউ-কাঁহা

১২ মার্চ - ২০২৪ গল্প/কবিতা: ২ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

বিজ্ঞপ্তি

“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী