জুলাই এর গনহত্যা

গণহত্যা (অক্টোবর ২০২৪)

Nilufar Ghani
  • 0
  • ১০০
মাটির নীচে রক্তের টানেল,
আলো, শব্দ,গন্ধ থেকে দূরে—
নি:শঙ্ক, সুনসান নিঝুমে
ওরা আছে কী প্রশান্তির ঘুমে!
বাংলার বাতাসে আজ লাশের গন্ধ—
ঘাস ভেজা রক্তে, লালে লাল দীগন্ত,
পুরো বাংলায় আজ রক্তের পারাবার!
কী আছে আর নতুন করে হারাবার?
ওরা চেয়েছিল ওদের ন্যয্য অধিকার—
চায়নি কোন ভাই এর প্রাণ সংহার।
স্বচ্ছ দাবী পূরণে তুলেছিল শ্লোগান
প্রতিদানে দানবেরা কেড়ে নিল প্রাণ
আবু সাঈদ পেতে দিয়েছিল নির্ভিক বুক
অকালেই ঝরে গেল জীবন কিংশুক।
বাবার ঘর্মাক্ত মুখে ভেসে থাকা
প্রচ্ছন্ন গৌরব।
মায়ের আঁচলে লেগে থাকা
সিক্ত মুখের সৌরভ
হারিয়ে গেল সীমাহীন যাতনায়—
নয়মাসে তিল তিল বেড়ে উঠা সন্তানের সুখ,
বোনের স্বপ্ন সাধনের ভাই এর প্রিয় মুখ
গুলিতে স্থবির হল শিশিরের শয্যায়।
ছাদে উঠে হেলিকপ্টার দেখায়
যে শিশুর চোখে ছিল মুগ্ধতার ঝলক—
গুলির আঘাতে সে হল চির নিস্পলক
বারান্দায় যে শিশু করছিল রঙ্গিন খেলা
জানেনি সে, সেটা ছিল তার ক্রান্তি বেলা।
তৃষ্ণার্ত সহযোদ্ধার মুখে দিতে গিয়ে জল,
চিরতরে নিভে গেল একটি নক্ষত্রের অনল।
রেখে গেল একরাশ মুগ্ধতার ক্রন্দন
থেমে গেল শত মুগ্ধের জীবন এর স্পন্দন
তবু হয়নি ওদের বিবেকে এতটুকু রক্ত ক্ষরণ
শান্ত, ওয়াসিম,তামিম, রুদ্র,ইয়ামিন,দীপ্ত
বাংলার আকাশে রবে চির উজ্জ্বল নক্ষত্র
ফাহাদ, তানভিন, ইরফান আরও কত প্রাণ,
কী বিপুল বিক্রমে করলে নিজ জীবন বলিদান।
এ মাটিতে বয়ে গেল এক সমূদ্র রক্তের নির্ঝর
বাংলার ইতিহাসে তোমরা রবে চির ভাস্বর।
দেশের জনতা ভালবেসে যারে করেছিল রক্ষক
নীল নক্শার ঘৃণ্য তারে আজ তারা হল তক্ষক
ওরা নির্দ্বিধায় চালিয়েছে বন্দুকের গুলি
কেড়ে নিয়েছে নিরপরাধ মানুষের খুলি
মিথ্যে প্রহসনে ইন্টারনেট বন্ধ করে
রক্তকেলির খেলায় পরিণত হয়েছে নিঠুরতম বর্বরে
মজলুমদের স্বচ্ছ দাবীর প্রতিবাদে
তাদের হত্যা করেছে বিনা অপরাধে
গাঢ় নিশুতিতে মেতে উঠেছে নাশকতায়
রাতের আঁধারে লাশের স্তুপ ফেলেছে বস্তায়
পাক হানাদারদের চেয়েও ওরা চিহ্নিত হল বড় শ্বাপদ।
কারণ স্বদেশের মাটিতে জাত ভাই এর হাতে কেউ রয়নি নিরাপদ।
সব রক্তাক্ত আত্মার শপথমেলায়
রক্তাক্ত জুলাই এর ছত্রিশতম দিবায়
জাগ্রত জনতার প্রতিবাদী চেতনায়
পতন ঘটেছে দেড়দশকী স্বৈরাচারী শাসকের খেলার।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ফয়জুল মহী অসাধারণ একটি লেখা অনেক ভালো লাগলো শুভ কামনা রইল অফুরান।
ফয়জুল মহী ভাবগভীর অসামান্য সৃজন কবির। খুব ভালো লাগলো।
কাজী জাহাঙ্গীর জুলাই এর পুরো আদ্যোপান্ত এক নিশ্বাসে...শুভকামনা রইল।
মাহাবুব হাসান পুরো জুলাই-আগস্ট উঠে এসেছে কবিতায়। ভালো হয়েছে।

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

জুলাই এর কোটা সংস্কার আন্দোলন ও সরকারবিরোধী আন্দোলন

০২ জানুয়ারী - ২০২৪ গল্প/কবিতা: ২ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪