শৈশব

ছোটবেলা (জানুয়ারী ২০২৫)

শাহীন ইফতেখার
  • ৩৯
এইতো সেদিন হারিয়ে গেছে,
চোখের সামনে ভাসে-
ঝলমলিয়ে হাসে!
কত্ত স্মৃতি, কত্ত হাসি,
ছড়িয়ে আছে রাশি রাশি,
কচি দুর্বা ঘাসে!

দামাল সেদিনগুলো,
জানে পথের ধূলো-
সুপারি গাছের ঢঙ্গল টেনে
কাটত সারাবেলা,
সে কি মজার খেলা!
পাইনিতো টের দুপুরটা যে
সন্ধ্যে কখন হলো!

হায় সে দিনের কথা,
কত্ত বিজয়গাঁথা!
যত্ন করে শিঁকেয় তুলে
বই কলম আর খাতা,
স্কুলটাকেই দিতাম ছুটি
পারলে এবার ঠ্যাকা!

কালবোশেখী ঝড়ে,
মন টেকে না ঘরে!
হাকির ভিটায় আমগুলো সব
টাপুস- টুপুস পড়ে।
যেই ভাবা সেই কাজ,
নেই তো কোনো লাজ,
কাজ কাম সব গোল্লায় যাক
আম কুড়াবো আজ!

হায়রে দস্যিপনা,
বুঝলো সেদিন নানা!
যেদিন বিলে শাপলা তুলতে
ডুবলো ডোঙ্গাখানা!
বারণ ছিলো তবুও যে
চুরি করে আনা!

শালিক পাখির খোঁজে,
কে-ই বা না তা বোঝে?
গুলতি নিয়ে বন- বাদাড়ে
চলতো অভিযান!
"দুষ্টু ছেলের দল,
জ্বালাবি কত বল?"
টুনটুনিটা পাতার বাসায় করত অভিমান!

কাঁচা রসের লোভে-
জল এসে যায় জিভে!
দল বেঁধে সব খেজুর গাছে
দিতাম হামাগুড়ি,
সকাল বেলা ইনাল গাছি
দেখত খালি হাঁড়ি!

তীব্র শীতে সূর্য যখন
চাদর দিত মুড়ি,
মা'র বকুনি, কড়া ধমক-
“বন্ধ ঘোরাঘুরি!”
হঠাৎ তখন উদয় হতো
নতুন আরেক খেলা!
তাপ পোহাবার ছলে এবার
খড়ের গাদা জ্বালা!

শৈশবের এই স্মৃতিগুলো
আজও পড়ে মনে,
চোখ বুঁজে তাই হারিয়ে যাই,
কারণ- অকারণে!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ফয়জুল মহী পরিপাটি ও পরিশীলিত শৈল্পিক সৃজন। সুস্থ ও সুস্বরপূর্ণ সাহিত্য সৃষ্টিতে কলম চলুক ঝর্ণার মত।
ধন্যবাদ। ভালো লাগল আপনার সুন্দর মন্তব্যটি।
মাহাবুব হাসান সুন্দর! পড়তে পড়তে নিজের ছোটবেলা থেকেও ঘুরে এলাম যেন!

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

ছোটবেলার স্মৃতিচারণা

২৩ নভেম্বর - ২০২৩ গল্প/কবিতা: ৩ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ভালবাসা”
কবিতার বিষয় "ভালবাসা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারী,২০২৫