প্রেম ও ভালোবাসা

ভালবাসা (ফেব্রুয়ারী ২০২৫)

Tamal Mridha
  • 0
  • 0
প্রেম হলো তো সূচনা, যাহার পরিণতি ভালোবাসা;
প্রেমের তরে, জীবন ভরে নাহি বুঝি তার ভাষা।
প্রেমের অর্থ নাহি বুঝে আজ বেগে শুধু বয়ে যাই;
মিথ্যা প্রেমের ছলনার তরে ভালোবাসা নাহি পাই।
দোষিয়া ভাগ্য, হতাশায় ডুবে হয়ে গিয়ে বরবাদ;
ভালোবাসাকে ছলনা বলে দিয়ে যাই অপবাদ।
প্রেম- ভালোবাসা এক হলেও অর্থ যে তার অন্য;
প্রেম হলে তাকে ভালোবাসা বলে করো না কো তুমি গন্য।
প্রেম হলো এক মুগ্ধতা যা অনুভূতি থেকে সৃষ্টি;
ভালোবাসা রূপী চোখের মাঝেই প্রেম হলো তার দৃষ্টি।
পুষ্পরূপী প্রেমের তরে গাছ হলো ভালোবাসা;
ভালোবাসা কোনো পথ হলে তবে প্রেম হলো তার দিশা।
অনুরাগে যদি ভালোবাসা থাকে,প্রেম হলো তার ছোঁয়া;
অগ্নি রূপে ভালোবাসা মাঝে উষ্ণ প্রেমের ধোঁয়া।
ভালোবাসা হলে সাগরতুল্য,প্রেম তার গভীরতা;
আকাশের মতো ভালোবাসা মাঝে প্রেম তার বিশালতা।
ভালোবাসা হলো অমর শক্তি, জুড়িয়া রয়েছে বিশ্ব;
প্রেমের অভাবে সকলের তরে হয়ে যাবে যাহা নিঃস্ব।
প্রকৃতির মাঝে ভালোবাসা হলো স্রষ্টার মহা দান;
প্রেম বিনা এই ভালোবাসা যার নাহি থাকে অবদান।
ভালো লাগাটা কে ভালোবাসা ভেবে করে যাও যদি ভুল;
মাশুল তোমার গুনতে হবে বক্ষে বিধিয়া শূল।
ভালো লাগা সে তো ক্ষণিকের মোহ, নয় সেটা ভালোবাসা;
মোহ থেকে যদি সুখী হতে চাও, পূরণ হবে না আশা।
জোর করে যদি ভালোবাসাকে পেতে চাও তুমি তবে;
তোমার মতো মূর্খ তাহলে নাই কেহ আর ভবে।
ভালোবাসা আর প্রেমের অর্থ বোঝা নাহি এত সোজা;
অন্ধের মতো ভালোবেসে গেলে- হয়ে ওঠে তাহা বোঝা।
ভালো না বেসে ভালোবাসাকে চাওয়াটাই হলো পাপ;
জেনে রাখো তবে ভালোবাসা হবে জীবনের অভিশাপ।
সত্যিকারের ভালোবাসা পেতে- যদি করো তুমি আশা;
ভালোবাসো আগে ত্যাগিয়া স্বার্থ বুঝিতে প্রেমের ভাষা।
------------------------০----------------------
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

প্রেম হলো তো সূচনা, যাহার পরিণতি ভালোবাসা; প্রেমের তরে, জীবন ভরে নাহি বুঝি তার ভাষা।

১৩ নভেম্বর - ২০২৩ গল্প/কবিতা: ৩ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্বাধীনতা”
কবিতার বিষয় "স্বাধীনতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ফেব্রুয়ারী,২০২৫