কালের সাক্ষী

একটি নতুন সূর্য (ডিসেম্বর ২০২৩)

জোনাকী রানী ধর
  • 0
  • ৬৩
আমি সেই যে রোদবৃষ্টি ঝড়ঝঞ্জা
আঁকড়ে ধরে শতাব্দী পেরিয়েছি
কালের এক অনবদ্য সাক্ষী হয়ে।
তুমি তো ভুলভাল ইতিহাস গড়ো
সময়ে অসময়ের আগন্তুক।

তুমি স্বাধীনতা যুদ্ধের গল্প শুনেছ
বিশ্বাস করো না মনে !
মনে করো রূপকথার রাজ্য তা কে মানে?
আমি তো দেখেছি পরাধীনতার শিকল পরা
একটি জাতির অধিকার পাওয়ার লড়াই।

আমি ছোট শিশু বুঝিনা কিছু
শুনেছি কেবল !
ভারতের বুকে লাঞ্ছিত ষড়যন্ত্রের
কালো ছায়ায় সিরাজদৌলার মুখ।

সেই যে সূচনা পরাধীনতার দীর্ঘ পথ।
পদপিষ্ট অসহায় মানুষ গুলো
আঁকড়ে ধরে ভারত মাতার মাটি
ততোই যেন পরিপুক্ত ব্রিটিশ সেনার ঘাঁটি।

জাতি ধর্ম বিভেদ নীতি, নীল চাষী,
অভাব ,অনটন ,অকথ্য নির্যাতন,
নিপীড়ন শোষনের পর
ধর্ম ভিত্তিক তৈরি হলো দুটি দেশ।
ভারত ও পাকিস্তান।

আমি তখনো দাঁড়িয়ে ছিলাম
নবযৌবনা পূর্ব পাকিস্তানের বুকে
ভেবেছিলাম এবার থাকবো সুখে।
ক্ষমতার লোভ আর ক্ষমতার দাপটে
প্রথম ঝড় উঠেছে আমার মুখের ভাষায়
রক্ত গঙ্গায় বহাল বাংলা
ধর্ম ভ্রাতৃত্ব কোণঠাসা।

একদা এক বজ্র কন্ঠস্বর ভেসে এলো
টুঙ্গিপাড়া হতে সারা বাঙলার পথে
সেদিন থেকেই বাঙালি জাতি
বুঝতে পেরেছে কান্ডারি হাঁকছেন
ডাকছে যুদ্ধের বহর সাজাতে।

অসহায় বাঙালি আশার আলো চোখে
একদা জনসমুদ্রের উদ্যানে তার আহ্বান!
রক্ত দিয়েছি আরো রক্তের বিনিময়ে
স্বাধীনতার ডাক।।

তারপর কালো রাত !
স্বাধীনতার বীজ বপন!
লাশের উপর নৃত্য নাট্য!
পূর্ব পাকিস্তানের বুকে যুদ্ধ নামল
নিরস্ত্র মানুষের মনের জোরে চলিল লড়াই
নয় মাসে মিত্রতার হাত বাংলার বুকে
রাখল ভারত কাঁধ মিলিয়ে
ততোক্ষণে শত্রুরা কুপোকাত।

পৃথিবীর মানচিত্রে গজিয়ে ওঠা
লাল সবুজের পতাকা
মাথা উঁচিয়ে জানান দিল
"বাংলাদেশ"নাম।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
জলধারা মোহনা কবিতা নয়, যেন ছন্দে ছন্দে পুরোটা স্বাধীনতার গল্প লেখা। কি দারুণ অনবদ্য লেখেন আপনি, মুগ্ধ হলাম।
o v বাহ্
ফয়জুল মহী চমৎকার লিখেছেন কবি খুব ভালো বলেছেন।
romiobaidya ভালো লেগেছে

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

কত ঘাতপ্রতিঘাত অতিক্রম করে যে স্বাধীনতার সুখ আমরা ভোগ করছি তা নতুন প্রজন্মের কাছে বর্ণনা করেছেন একটি প্রাচীন বৃক্ষ। অথচ আমাদের নতুন প্রজন্মের এই স্বাধীনতার বিষয়ে উদাসীনতা উদ্বেগ প্রকাশ করে বৃক্ষের আত্মগল্প। বৃক্ষের ছোটবেলায় পলাশী যুদ্ধে সিরাজদৌলার পরাজয় থেকে বাংলাদেশ নামক নতুন সূর্য উদয়ের কাহিনী কবিতার মূল ভাষ্য।

০১ নভেম্বর - ২০২৩ গল্প/কবিতা: ১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ভালবাসা”
কবিতার বিষয় "ভালবাসা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারী,২০২৫