অভিমানের শহর

অভিমান (এপ্রিল ২০২৪)

রবিউল ইসলাম
  • ২৭
  • 0
  • ৬৬
গোলক ধাঁধাঁর মতো আরেকটি শহর আছে
"অভিমানের শহর"।
জানো, সে শহরে যাওয়ার রাস্তার অভাব নেই।
ইচ্ছায়, অনিচ্ছায় কিংবা নিরুপায়
ছায়া পরবেই এই শহরে।
শখের এ শহরে হরেক রকমের অভিযোগ।
অভিমান তো সেখানে অহরহ।
মন ভাঙা পাথরে গড়া এ অট্টালিকায়,
তোমার অভিযোগ উচ্চ শিখরে।
আমার সরলতার ঠাঁই নেই সেখানে।
আচ্ছা,
অভিমানের কি শখ আহ্লাদ নেই?
তার তীক্ষ্ণ তীর কেন বিদ্ধ করে দুটি সুন্দর মনে?

যেইবার,

তুমি বলেছিলে, ভাবের হাঁটে মন খুজতে গিয়ে
তুমি পেয়েছো এক আকাশ পরিমান অভিমান।
আমি বদলে নিয়েছিলাম নিজেকে তখন।

তোমার অভিযোগ মিথ্যা ছিলোনা
কিন্তু আমার বদলানো তোমার সহ্য হলো না।

সুযোগের হাতছানি।

মনে রেখো,
তোমার অভিযোগের সমাপ্তি,
আমার নিশ্বাসের সমাপ্তির সাথে আবদ্ধ।
তখন হয়তো আমার দেহ খানা দেখে মায়াকান্না করবে।
কিন্তু আমার প্রান হয়তো রওনা দিবে পরপারে।
সার্থক তুমি।
অভিযোগ তোমার সঙ্গী হোক আজীবন।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
সাবিক অত্য আপনার কবিতাটা ভালো লেগেছে। আপনার সাথে যোগাযোগ করতে চাই,ফেসবুক আইডি বা যেকোনো কন্টাক্ট করার মাধ্যম দিলে খুশি হতাম।
০১৮১৯৮০১০৪৮ চাইলে ফোন করতে পারেন। কেননা এখানে ফেসবুক আইডির লিংক এবং জিমেইল দেওয়া যায় না। তাই নাম্বার দিলাম।
ফারুক হাসান আরও ভালো করতে হবে। দোয়া রইলো।
ডায়মান্ডা সান বেশ ভালো লিখেছেন কবি। চমৎকার হয়েছে।
ধন্যবাদ আপি
আপনার থেকে প্রথম কোন ভালো কমেন্ট পেলাম।
সাদিক হাসান Dada,avijog r aviman to ak bisoy nah.Tobe attractive chilo kobita.
ব্যাখা করে বলুন
মাহাবুব হাসান কবিতাটা ভালো লেগেছে। অনুভূতির প্রকাশ তীব্র ছিল। শব্দচয়নও বেশ ভাল। উত্তরোত্তর আরো উন্নতি হোক। শুভকামনা রইল।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া
Nafi Al Ahnaf আরও ভালো হতে পারত।।
চেষ্টা করব আরও ভালো করতে।
সাফি অনেক সুন্দর লিখেছেন,চমৎকার লেগেছে।
অসংখ্য ধন্যবাদ
চন্দ্রবিন্দু চমৎকার লিখেছেন।
মোঃ মাইদুল সরকার মন ভাঙা পাথরে গড়া এ অট্টালিকায়, তোমার অভিযোগ উচ্চ শিখরে। আমার সরলতার ঠাঁই নেই সেখানে। অসাধারণ হয়েছে। সুন্দর কবিতা। অভিমানের অন্যরকম এক দুনিয়া কাব্যে ফুটে উঠেছে। ++++ কাব্য চর্চা চলতে থাকুক।
ধন্যবাদ ভাইয়া।
সাইফুল সজীব আমার কাছে অনেক সুন্দর আর মানসম্মত কাব্য লেগেছে। ভোট দিয়েছি (৫). আহা, কি সুন্দর লিখনি : "তোমার অভিযোগের সমাপ্তি, আমার নিশ্বাসের সমাপ্তির সাথে আবদ্ধ।"
অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আপনার কাব্যলোকের ভ্রমনের দায়িত্ব পেয়ে গেলাম।

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

জানো, সে শহরে যাওয়ার রাস্তার অভাব নেই।

২০ অক্টোবর - ২০২৩ গল্প/কবিতা: ১০ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪