বন্ধুর ছলনা

বন্ধুত্ব নাকি ছলনা (নভেম্বর ২০২৩)

রবিউল ইসলাম
  • ১৪
  • ৬৬
গোধূলি বেলা আমি একেলা যাচ্ছি প্রবীনগর।
বন্ধু বাবর, রাজা বরাবর পাঠিয়েছে এক খবর।
সেই সুবাদে তিমির প্রভাতে লন্ঠন নিয়ে হাতে
মজলিস হতে, যাচ্ছি সে পথে, রাজার হুকুমেতে।
মন্ত্রী জনাব, তার ভারি ভাব, বিলাসী ভাবে কয়।
"যাত্রা সূদূর, যাবো বহুদূর, আছে কি সংশয়?"

ভয় নেই বুকে, বলিলাম তাকে নির্ভীক আমি বীর সেনা।
এযাবৎ কালে, জলে জঙ্গলে মোর হতে কেউ পার পায়না।

সুনীল গগনে সবুজ কাননে চলছি দুজনে মিলে।
তিন ত্রোশ হেটে, নদীর ঘাটে মন্ত্রী থামিতে বলে,
শুন হে সেনা রাগ করিস না, বলি একখানা কথা।
হবে আলাপন করবি তা পালন, নচেৎ হারাবি মাথা।
কিছুক্ষণ পর আসিলো বাবর উদ্ভট হাসি দিয়ে
দুজন মিলে কিছু কথা বলে, খানিক দূরেতে গিয়ে।
বাবর মহাশয় জোরে কথা কয় শুনিলাম আমি সব।
রাজা জানে না, সব ঘটনা, সাজানো এক নাটক
সেই ঘটনা বলিতে মানা, প্রশ্রয় নয় দয়ার,
দুইজন মিলে অভিনয় ও ছলে পতন ঘটাবে রাজার।
আমার হাতে ছুরিকাঘাতে বাবরের প্রাণ গেছে
রাজাকে বলেছে, মন্ত্রী দেখেছে, আমি ছিলাম এর পাছে
রাতা এতে রাগ, আমি হতবাক, কথা নেই মোর মুখে
মন্ত্রী মনে মনে হাসিছে গোপনে বিলাসিতা আর সুখে
হুকুম জানালো, বন্দি করিলো, পাঠালো জেলখানায়
এক দিন যেতে গভীর রাতে মন্ত্রীর দেখা পাই
সবাই ছলনা, রাজা জানে না, বলিলো মন্ত্রী মশাই
কিছুদিন পর আসিবে বাবর, করিবে মহাযুদ্ধ।
বাবর দিবে হানা সেথা থাকিবে না, রাজার প্রিয় বন্ধুত্ব
দিয়েছে আশ্বাস সব করিবে গ্রাস, পথন হবে রাজার
বীর সেনাপতির নাই কোন গতি, রাজ্যকে বাঁচাবার
ইহা বলিয়া, হাসিয়া হাসিয়া মন্ত্রী চলে গেল
দুইজন দাসী কামী ও শশী সবই জানিয়া গেল
ঝুম ধরা রাতে রাজার কামরাতে, দৌড়ে গেল তারা
লুটিয়ে পরিলো, সবই বলিলো, এগিয়ে দেখে রাজা মরা
করে চিৎকার, হয় একাকার, সবে আসিলো সেইখানে
রাজা গেছে মরে বিষপান করে ঘটিয়েছে এই দুই জনে,
রানীর আদেশ, গর্দানের নির্দেষ, মন্ত্রীকে জানলো
রানী তাদের, মন্ত্রীর পথের, দুই কাঁটা হটালো
সেনাপতি নাই রাজাও নাই রাজ্য হয় দূর্বল
সেই সুযোগ, বাবর আগে, রাজ্যতে মারে ছোবল
বন্ধুত্বের বিশ্বাসে সবই হারালো শেষে, প্রানটাও গেল রাজার
এসব ছলনা ঘটালো দুজনা, লুটিয়ে রাজ্য তাহার।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
নাজিমুল হক ভালো লাগলো কবিতা???? শুভ কামনা রইল
আপনিও অনেক সুন্দর কবিতা লিখেন ভাইয়া। আর আমার কবিতা পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
Muhsin Ahmed এতো ভালো অন্ত্যমিল, দারুণ লিখেছেন প্রিয়।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
হাফিজ ভাই bah
ধন্যবাদ ভাইয়া পড়ার জন্য।
ফয়জুল মহী অসাধারণ উপস্থাপন। খুবই ভালো লেগেছে।
অসংখ্য ধন্যবাদ ????????
বিষণ্ন সুমন বাহ বা। অসাধারণ লিখেছেন ভাই।
ধন্যবাদ স্যার ????।
Sadin Mahabib সুন্দর একটি ঘটনা কে আপনি এতো ছন্দ দিয়ে লিখেছেন যা সত্যিই অসাধারন। এগিয়ে যান সামনে আরও। ????
ধন্যবাদ ভাইয়া।

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

গোধূলি বেলা আমি একেলা যাচ্ছি প্রবীনগর। বন্ধু বাবর, রাজা বরাবর পাঠিয়েছে এক খবর।

২০ অক্টোবর - ২০২৩ গল্প/কবিতা: ১০ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪