অতুলনীয়

মুক্তিযুদ্ধ (ডিসেম্বর ২০২৫)

মাহাবুব হাসান
  • ৯৬
রাত কতটা কালো হতে পারে?
সে রাতের চেয়েও কালো,
যে রাতে সখীপুরে আগুন দিয়েছিল হানাদারেরা?
যে আগুনে পুড়ে গেছিল রজব মিয়ার
ঘর-মন-স্বপ্ন,
আগুন কি তার চেয়েও সর্বগ্রাসী হতে পারে?

মানুষের ছদ্মাবরণে বাংলার জমিনে নেমে এসেছিল হায়েনার দল।
নির্বিচারে বধ করেছে যাকে পেয়েছে যেখানে;
শিশু নারী বৃদ্ধ- ছাড় পায় নি কেউই।
ঊর্ধ্বশ্বাসে পালিয়ে গেছিল সবাই দিগ্বিদিক
ঘর ছেড়ে, শস্যক্ষেত ছেড়ে, সহায়-সম্বল ছেড়ে
প্রাণভয়ে- এরচেয়ে বেশি ভয় আর কীসে?

না, এ ইতিহাস শুধু পালিয়ে যাওয়ার নয়;
এ ইতিহাস ফিরে আসার ততোধিক প্রতিরোধ নিয়ে।
এ ইতিহাস তরুণ-যুবা, কিষাণ-ভূপতির এক কাতারে এসে দাঁড়ানোর।
এ ইতিহাস ‘যার যা আছে তা-ই নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়া’র।

যে হাতে ছাইয়ের ভেতর থেকে খোকার লাশটা টেনে বের করেছিল,
সেই হাতেই রাইফেল তুলে নিয়েছিল রজব মিয়া
অকুতভয়ে-
এরচেয়ে নির্ভীক কে হয়েছে কবে?
একদা রজবের যে চোখে ঠিকরাত আকলিমার সলজ্জ হাসি,
সে চোখেই ছিল ক্রোধের আগুন-
এ আগুনের সামনে দাঁড়াবার সাধ্য কার?
আধো আধো বোল ফোটা খোকার মুখে
মুঠো মুঠো ভাত তুলে দিত রজব মিয়া যে হাতে,
সেই হাতেই পাকসেনাদের দুর্গমুখে ছুঁড়ে দিয়েছিল গ্রেনেড।
প্রচণ্ড বিস্ফোরণে ভেঙে পড়েছিল দুর্গ
কানফাটানো আওয়াজে-
এরচেয়ে জোরাল আওয়াজ কখনো শোনো নি তুমি!

মুক্তিযুদ্ধ! আমাদের মহান মুক্তিযুদ্ধ-
সে তো নয় নিছক রক্তপাত, হানাহানি, প্রতিহিংসা
সে ছিল আত্মরক্তা, স্বাধিকার আর শোষণ নির্মূলের অধিপ্রায়।
এর চেয়ে মহান উদ্দেশ্য ছিল আর কোন যুদ্ধের?

রাতের শেষে ভোরের মতো,
ভয়ের শেষে সাহসের মতো,
শোষণের শেষে মুক্তির মতো,
বিজয় এলো আমাদের জীবনে-
একদিনে আসে নি, আসে নি সহজে।

সবুজ জমিনে লাল বৃত্তের যে কোমল পতাকাটা দেখো,
জানো কি তা কীসের প্রতীক?
চিরসবুজ বাংলার বুকে নয় মাস রক্তক্ষরণে
তিলে তিলে লাল হয়েছে জায়গাটা-
বাংলার হৃদয়; লাখো শহীদের বধ্যভূমি এখানেই
এরচেয়ে রাঙা দেখেছ আর কিছু?
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ফয়জুল মহী খুবই সুন্দর। চমৎকার সুপ্রকাশ। মুগ্ধতা রইলো।

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

মুক্তিযুদ্ধে সব হারানো রজবের মধ্য দিয়ে তুলে ধরা হয়েছে মুক্তিযুদ্ধ আর তার মহিমাকে।

৩০ সেপ্টেম্বর - ২০২৩ গল্প/কবিতা: ৪৭ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ভূমিকম্প”
কবিতার বিষয় "ভূমিকম্প”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৫