সাগর বলল, “আমি সুবিশাল,
তবু চাঁদ-সূর্য আমায় নিয়ন্ত্রণ করে-
অতএব আমি স্বাধীন নই!”
আকাশ বলল, “আমি আদিগন্ত, অন্তহীন;
তবু কালো মেঘ আমায় আড়াল করে।
অতএব, পুরোপুরি স্বাধীন আমি- এ বলা যাবে না।"
পাহাড় বলল, “আমি সবার মাঝে মাথা তুলে দাঁড়াই সগৌরবে,
অথচ জমাট তুষার সেই আমারই মাথায় চড়ে বসে!
স্বাধীন তবে হলেম কী করে?”
পাখি বলল, “সবাই যে বলো মুক্ত বিহঙ্গ-
ওই নীল আকাশে তো আমি ভেসে থাকতে পারি না আজীবন!
নিচে নামতেই হয়;
স্বাধীন হয়েও স্বাধীনতার স্বাদ সতত আস্বাদন করতে পারলাম কই!”
প্রকৃতি আমায় যেন হাতে ধরে শেখালো স্বাধীনতা কী!
মনটা যেদিন সাগরের মতো বিশাল হবে,
কিন্তু নিয়ন্ত্রিত হব না অন্যের আচরণ দ্বারা;
নিজের অন্তহীন সম্ভাবনাকে বিকশিত করে ‘আকাশ’ হবো,
অথচ মনটা মুক্ত থাকবে সকল কলুষতা থেকে;
জৈবিক সীমাকে জয় করব পাহাড়ের মতো,
আবার অহংকারকে দেবো না মাথায় চড়ে বসতে;
মুক্ত বিহঙ্গ হয়ে উড়ে বেড়াব,
‘নিচে’ নামব না কোনো জাগতিক মোহাস্বাদনে
সেদিনই হবো আমি সত্যিকার স্বাধীন!
এ মনোজাগতিক স্বাধীনতা,
এ আত্মার অমরতা,
এ আত্মশক্তির স্বরূপে ফেরা-
এই হলো আমার প্রকৃত স্বাধীনতা।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা
ব্যাখ্যায় লেখকের বক্তব্য
শুধু কি বিদেশী শত্রুমুক্ত হওয়াতেই স্বাধীনতা সুপ্ত? মোটেই না! আসল স্বাধীনতা হলো মনোজাগতিক স্বাধীনতা। কিভাবে সেই স্বাধীনতা করায়ত্ত্ব হবে সেটা নিয়েই এই কবিতা।
৩০ সেপ্টেম্বর - ২০২৩
গল্প/কবিতা:
২৯ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
তৃতীয় পুরস্কার সনদপত্র।
বিজ্ঞপ্তি
“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।