ভয়াল রাতি

স্বপ্নলোক (অক্টোবর ২০২৩)

শাহনাজ বেগম
  • 0
  • ৪৬
নিরব নিস্তব্ধ হল রাতি ঘরে ঘরে নিভিল বাতি আঁধারে ডুবিল ধরা
একেলা জেগে আছি আমি এক হতভাগি হতচ্ছড়া ।
আজ আমি পুলিশফাড়িতে আশ্রিতা ! চারোদিকে প্রকাণ্ড প্রকাণ্ড দেয়াল !
বড়ই বিভিষিকা এ রজনী বড়ই ভয়াল ।
মাতৃ উদর হতে পড়ে পড়িনিক এমন মহা সংকটে
কী দোষ করেছিনু হে খোদা ! পড়েছি কেন এ মহাবিপদে !
আজি বুঝি আর নিস্তার নাই যায় বুঝি মোর সবি
কেমনে দেখাব এ মুখ? হায় ! হায় ! মরি মরি ।
মাগো , মা , কেন এসেছিনু একেলা চলে ?
দুষ্ট ছেলের মিষ্টি ডাকে তোমাকে ফেলে ।
এতক্ষণে বুঝি বহু লোক জমেছে তোমার পাশে
কটাক্ষ করছে নানা জন নানা অজুহাতে ।
বাবা বুঝি মোর লজ্জায় মাথা হেট করি
নিরবে অশ্রু যেতেছে ঝরি ।
ঝরো ঝরো ঝর বহিছে প্রবল ধারা এ যে শ্রাবণের রাত
কড় কড় ডাকে , হয়ত বহিবে সারা রাত ।
এতক্ষণে আমি ঘুমাইতুম তোমার বুকে মুখ রেখে
আজ একেলা ঘরে কাটাই কেঁদে কেঁদে ।
হে নিশি ! তুমি কেন আজ হয়েছ এত বড় ? কেন এত আঁধার ?
আজি কি একটু আগে পারনা পোহাইবার ?
কুত্তা! জোয়াচ্চোর ! হারাম জাদা! মোরে ডেকেছিল ফোন করে
বলেছিল সারা জীবন রাখবে ধরে।
শাড়ি দিবে গয়না দিবে আরো বহুকিছু
বিয়ে করে নিয়ে যাবে বানাইয়া বধু।
কত ট্রেন এল গেল পেলাম না তো দেখা
এই কী ছিল মোর কপালে লেখা !
ভাগ্যিস কিছু লোক জমা হয়ে
পুলিশের হাতে দিয়েছে মোরে বলে কয়ে ।
তুই প্রেম নামের কলংক ! তুই অভিসাপ !
তোকে আমি কোনদিন করব না মাফ ।
তোর কি মাও বোন নাই ? তাদেরো যেন এমনিই হয়
আমাকে কাঁদালি তুই ! তোর যেন না হয় কোথাও ঠাঁই ।
ওই যে দেখিতেছি পূব গগণে আলোর রেখা
তাহলে কী আসিতেছে প্রভা !
না না আসিস না ! আসিস না ! প্রভাত হলেই স্বজনেরা আসবে ছুটে
কি বলিব তাদের এই মুখে ।
কে ? কে ওখানে ? কে আসছে এদিকে ?
হায় ! হায়! হায় ! কাটাব এ নিশি কেমন করে ?
নারীর ইজ্জত টুকু কী আজ ফেলিব হারায়ে ?
হে খোদা ! হে খোদা ! দাও মোরে ফিরায়ে ?
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

নিরব নিস্তব্ধ হল রাতি ঘরে ঘরে নিভিল বাতি আঁধারে ডুবিল ধরা একেলা জেগে আছি আমি এক হতভাগি হতচ্ছড়া ।

২৫ সেপ্টেম্বর - ২০২৩ গল্প/কবিতা: ৪ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪