কথোপোকথন, কষ্ট ও স্বপ্নের...

কষ্ট (জুন ২০১১)

নিশাত শামা
  • ৫৩
  • 0
  • ৪৮
কষ্ট ও স্বপ্নের আজ হঠাৎ দেখা
যদিও তা অসম্ভব;
দু মেরুতে থেকেই তো তাদের অস্তিত্ব টিকিয়ে রাখা।
কিন্তু আজ এক ভিন্ন দিন,
তাই রচিত হল কষ্ট ও স্বপ্নের কথাগাঁথা।

স্বপ্ন বলল, “জানো তো, পৃথিবীর সবাই থাকে আমার প্রতীক্ষায়,
আমার টানেই তো জীবন এগিয়ে যায়।”
কষ্ট হাসে, বলে, “তুমি থাকো পথের এক প্রান্তে
পুরো পথ ওর পাশে থাকে কে?
সেটা যে আমি, এতো মেনে নেবে?”

স্বপ্ন বলে, “আমি ওর মনে আশার আলো জ্বালাই,
আর তুমি তো ক্ষত বিক্ষত কর সে আশা কে,
তাও গর্ব কর কী করে?”
“আশার জগত ভুল ভ্রান্তি, সবই তোমার ছলনা,
ওর জীবন কে করে নষ্ট,” জবাব দেয় কষ্ট।

“কিন্তু ও তো আমাকেই চায়
আমায় ধরতে হাত বাড়ায়,” হার মানে না স্বপ্ন;
কষ্ট বলে, “ছুতে কতবার পারে, বল তো?
তুমিতো তার সাথে লুকোচুরিতেই মত্ত।
আমিই থাকি, হোক না যতই স্বপ্ন ভঙ্গ।”

“অথচ সে তোমাকে চায় না,
এটাই মেনে নাও না,” স্বপ্ন উপহাস করে;
“সে কী চায়, তার চেয়ে বড়, সে কী পায়।
যতই পালাতে চায়, সে আমার মাঝেই হারায়,”
বলে কষ্ট, “তাই এ মর্ত্য মাঝে আমিই সত্য।”

স্বপ্ন আবার বলে, “যুগে যুগে সে আমাকে মহামান্বিত করেছে
তোমার থেকে বাঁচতে সে সদা তৎপর,
তার জীবনের মূল মন্ত্রে চিরকাল আমি অমর।”
কষ্ট বলে, “বড্ড হাসালে ভাই
আজ জয় কার হল বরং সেটাই শুনাই...

“আজ তোমার আমার মিলনের এ দিনে
কেনে মিলন? প্রশ্ন আসেনি তোমার মনে?
আজ সে এসেছে পথের এ প্রান্তে
ছুতে যাবে তোমাকে
তুমি অস্তিত্ব বিহীন, জানে না সে

“এখুনি সে জানবে তুমি নেই ও প্রান্তে
ছলনা সবই, জেনেও সে রচনা করবে স্বপ্ন ভঙ্গের গল্প,
মেনে নেবে আজ, রয়ে গেছে শুধু কষ্ট।”
তাই তো, স্বপ্ন ভঙ্গের পূর্ব মুহূর্তে তাদের দেখা
কথোপোকথনে ফুটায় জীবনের চিত্র লেখা।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
নিশাত শামা সবাইকে অনেক অনেক ধন্যবাদ...
নিশাত শামা @ আবু ফয়সাল অনেক ধন্যবাদ তোমাকে
নিশাত শামা @ ম রহমান - এবার অনেক ব্যস্ত ছিলাম তাই এ সংখ্যার কারো লেখায় পরা হয় নি তেমন... ধন্যবাদ আপনাকে
মামুন ম. আজিজ বিশাল কবিতাখানা পড়লাম
উপকুল দেহলভি কবিতাটি অনেক ভালো লাগলো; আমার এদিকে একবার ঘুরে যাবার আমন্ত্রণ রইলো. সুন্দর আলোকিত আগামীর দিকে এগিয়ে যান; শুভ কামনা আপনার জন্য.
আবু ফয়সাল আহমেদ থিমটা ভালো. তোমার গল্প অনেক বেশি গুছানো
মোঃ মুস্তাগীর রহমান তুমি ত শুধু লেখ..........কই কারো লেখা পড় না ত? ...ভালো লগল জানিয়ে গেলাম.......
নিশাত শামা ধন্যবাদ সবাইকে :)

২০ ফেব্রুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ৪ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪